ব্রেকিং নিউজ

আহিরা বাংলা' এবার ঝাড়গ্রামে

সাতদিনের সমাচার : ঝাড়গ্রামের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার রওনা দিয়েছে আহিরা বাংলা প: ব: রাজ্য কমিটি-০৩৬৫। পুজোয়  ঝাড়গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাতে ঘুরে ঘুরে বস্ত্রদান করছেন সংগঠনের সুজিত-সোনু-শ্যামলিমা-শম্পা প্রমুখের মত জনা দশেক কর্মকর্তা ও সদস্যরা। প্রসঙ্গত, এই সংগঠনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের থেকে সম্প্রতি বস্ত্র সংগ্রহ করা হচ্ছিল।  কয়েকটি দরিদ্র অধ্যুষিত অঞ্চলে বস্ত্র ও খাদ্য বন্টন করা হয়েছে এবং আগামীতেও করা হবে বলে জানিয়েছেন সম্পাদক সুজিত সরকার।

No comments