মানুষের পুজো করলে মা তাঁদের আশীর্বাদ করেন : চন্দ্রিমা
সাতদিনের সমাচারঃ মায়ের পুজোর দিনে মানুষের পুজো করলে মা তাঁদের আশীর্বাদ করেন - বুধবার মহাচতুর্থীতে হালিশহর বাগমোড় ত্রিপর্ণ ক্লাবের পুজো মন্ডপের সূচনা পর্বে হাজির থেকে রাজ্য স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,ভালো থাকুন, বাংলাকে ভালো রাখুন, মমতা ব্যানার্জীর ওপর আস্থা রাখুন, কারণ তিনি যেভাবে বাংলার উন্নয়নকে সারা বিশ্ব দরবারে তুলে ধরছেন তা আজ পর্যন্ত কেউই করতে পারেননি l' কলকাতা রেড রোডে দুর্গা কার্নিভলের কথা তুলে ধরে বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীই ভেবেছিলেন বিশ্বের দরবারে অকাল বোধনের এই মাতৃরূপকে তুলে ধরতে হবে, তাইতো গতবছর আঠারোশো বিদেশি এসেছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন রেডরোডে দুর্গা কার্নিভালে৷ এবার আরও বেশী আসবেন বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্য মন্ত্রী৷
পাশাপাশি এও বলেন এবারও ত্রিপর্ণ ক্লাব পুরস্কার পাবে বলে আশা করছি ৷ প্রসঙ্গত এদিন মন্ত্রী হালিশহর খাশবাটি বলাকা শিশু মহল ক্লাবের পুজো মন্ডপের সুচনা করেন বলিউড অভিনেত্রী মন্দাকিনী এবং স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷
No comments