'গেট' করতে দেওয়া হয়নি ভারতী সংঘকে, প্রশাসনের পক্ষপাতিত্বে ক্ষোভ বিধায়কের
সাতদিনের সমাচার : ওয়ার্কশপ রোড থেকে গান্ধী মোড় হয়ে কাঁচরাপাড়া স্টেশন - এবার কালীপুজোয় শহরের মূল সড়কই সৎকার সমিতির দখলে। অন্যদিকে শহরের পুরনো তথা ঐতিহ্যপূর্ণ পুজো এ কারণেই বন্ধ হয়ে যেতে বসেছিল।
যতটুকু জানা যাচ্ছে, তাতে করে বিধায়ক শুভ্রাংশু রায় ভারতী সংঘের বর্তমানে মুখ্য পৃষ্ঠপোষক। বিশেষত তার শিশুপুত্র রুদ্রবীর রায়কে এবছর ভারতী সংঘের কর্তারা সভাপতির আসনে বসিয়েছেন! স্বভাবতই পুজোর উদ্যোগে বিশেষ ভূমিকা রয়েই যায় বিধায়কের । স্থানীয় একটি পুজোর উদ্বোধনে গিয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন যে, 'ভারতী সংঘের পুজোয় এবার তিনটি তোরণের মধ্যে মূল তোরণটি ওয়ার্কশপ রোডেই তৈরির কথা ছিল থানার অনুমতি সাপেক্ষে কিন্তু কিছুটা দূরবর্তী আরেকটি ক্লাবকে পুরো রাস্তাতেই গেট নির্মাণ করতে দেওয়ায় আমরা আর গেট করার সুযোগ পাইনি।' বিধায়ক আরো বলেন, 'স্বভাবতই প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুজো বন্ধ করে দেওয়া হবে। কিন্তু পাড়ার লোকের ইচ্ছাতে পুজো হচ্ছে কিন্তু ছোট করে, বন্ধ করা হয়েছে শোভাযাত্রাও। তবে উৎসব তো সবার জন্য, সবাইকে নিয়ে আনন্দ করতে হয়।' সৎকার সমিতির রাজা সরকারকে 'ভাই' সম্বোধন করে বলেন, 'আমি ওকে যতদূর জানি, ও সবসময়ই নতুন কিছু করে দেখাতে চায়। ও আরও উন্নতি করুক।' আগামীতে তাঁর উদ্যোগে কাঁচরাপাড়ায় আরও উন্নতি হবে বলেও বিধায়ক সবশেষে বার্তা দেন।
No comments