ভর সন্ধ্যায় মোবাইল ছিনতাই হালিশহরে
নিজস্ব প্রতিনিধি : গতকাল সন্ধ্যে সাতটা নাগাদ হালিশহর রামপ্রসাদ খেলার মাঠ সংলগ্ন অঞ্চল থেকে এক মহিলার হাত থেকে ছিনতাই হয়ে গেল দামি স্মার্ট ফোন l হালিশহরের বুকে এমন অপ্রীতিকর ঘটনা নিয়ে আতংকিত সাধারণ পথচারীরা !জানা গেছে, মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা ধরে হাঁটছিলেন স্থানীয় গৃহবধূ ঝুমা বিশ্বাস (29) । হঠাৎ তিনি কিছু বুঝে ওঠার আগেই বাইকে সওয়ার দুই যুবক তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে জনবহুল রাস্তা দিয়ে হালিশহর স্টেশনের দিকে চম্পট দেয়। ছিনতাই হয়ে যাওয়া মোবাইল ফোনটি রেডমি y3 মডেল। আজ ওই মহিলা ও তার স্বামী তরুণ বিশ্বাস বীজপুর থানায় ছিনতাই নিয়ে অভিযোগ দায়ের করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। প্রসঙ্গত, ওই দম্পতি হালিশহর নতুন বারুই পাড়ার বাসিন্দা। খুব বেশিদিন হয়নি তারা নতুন বাড়ি করে এসেছেন। রাস্তাঘাটও সেভাবে চিনে উঠতে পারেনি তারা। গৃহবধূ পুলিশকে তক্ষনাৎ ঘটনা জানালও পুলিশের দেখা মেলেনি বলে অভিযোগ, গৃহকর্তা বাড়ি ফিরলে গভীররাতে থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়।পুলিশ এখনও এই ঘটনায় জড়িত কাউকেই আটক করতে পারেনি। প্রশ্ন উঠছে পুলিশের ব্যবহার নিয়ে একজন মহিলা অসহায় ও আতঙ্কিত হয়ে পুলিশকে জানিয়েও রাত পর্যন্ত ঘটানাস্থলে পৌছলো না পুলিশ। বিশেষজ্ঞদের মতে দিনের পর দিন চুরি,ছিনতাই, অবাধ জুয়া খেলা, অসামাজিক কাজে বহিরাগতদের আনাগোনায় কোনওভাবেই লাগাম দিতে পারছেনা বীজপুর থানার পুলিশ।
No comments