ব্রেকিং নিউজ

প্রতিভাসে প্রকাশ 'ফুলকি'

সাতদিনের সমাচার : তরুণ তুর্কি লেখক কৃষ্ণ বর্মনের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'ফুলকি' প্রকাশিত হল ১০নভেম্বর শ্যামনগর রবীন্দ্র ভবনে প্রখ্যাত আবৃত্তিকার কাজল সুরে'র হাত ধরে l হাজির ছিলেন লেখক শশাঙ্ক দাসবৈরাগ্য, কেশবরঞ্জন দে, বাচিক শিল্পী প্রীতম ভট্টাচার্য, উষসী সেনগুপ্ত প্রমুখ l কাজল সুর বলেন, 'ফুলকি সমসাময়িক একটি অগ্নিময় দলিল বলা যেতে পারে' l তরুণ লেখককে উৎসাহিত করেছেন মঞ্চে উপস্থিত সকলেই l লেখক তথা প্রতিভাস প্রকাশনীর সহযোগী সম্পাদক শ্যামলেন্দু চৌধুরী বলেন, 'কাব্যের প্রতিটি ছত্রে তরুণ লেখকের সাবলীল ও শানিত কলম পাঠকদের ভাবাবেই, আমরাও আনন্দিত এই কাব্যগ্রন্থ প্রকাশ করতে পেরে l' প্রসঙ্গত, কৃষ্ণবাবুর প্রথম গ্রন্থ 'চোপ এখানে কথা বলা বারণ' কাব্যপ্রেমীদের কাছে যথেষ্ট সাড়া ফেলেছে l

No comments