বিজয়া-দীপাবলির শুভেচ্ছা বিনিময় করতে এসে প্রাক্তন সাংসদ কাঁচরাপাড়াতে করলেন দলীয় সভা
সাতদিনের সমাচার : ফের এলোমেলো এবং বিশৃংখল পরিস্থিতিতে কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেস ! দুই গোষ্ঠীর বিভাজনও বেশ স্পষ্ট l মঙ্গলবার দলের জেলা নেতা তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক কাঁচরাপাড়া পুরপ্রধান সুদামা রায়কে দূরাভাষ মারফত জানিয়েছিলেন যে, প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী কাঁচরাপাড়া পুরসভায় তৃণমূলের জনপ্রতিনিধিদের সাথে মিলিত হতে আসছেন, সেজন্য পুরপ্রধান দলের জনপ্রতিনিধিদের দুপুর ১টা নাগাদ পুরোনো পুরসভা ভবনে উপস্থিত হতে নির্দেশ দেন، একটি ছোটখাটো প্যান্ডেলও তৈরি হয় এই উপলক্ষে পুরসভার পিছনের দিকে স্বল্প পরিসরে l শহর তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকেও ওই সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি, স্বভাবতই তথাকথিত নেতৃবৃন্দ স্বপার্ষদ ওই সভায় এসে উপস্থিত হন l দীর্ঘ প্রতীক্ষার পর প্রাক্তন সাংসদ সভাস্থলে এসে উপস্থিত হলে সভা দলীয় কর্মী সম্মেলনের রূপ ধারণ করে l অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পুরপ্রধান তুলে দেন স্থানীয় তৃণমূলনেতা দিলীপ ঘোষের উপর, মঞ্চে তখন অন্যান্যদের সঙ্গে উপস্থিত জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুবোধ অধিকারীও l জেলা সম্পাদক আবার শহর কংগ্রেসের নেতা অশোক তালুকদারকে মঞ্চে ডেকে নেন l পুরপ্রধান، জেলা সম্পাদক، শহর কংগ্রেস নেতা'র পর দীনেশবাবুর বক্তব্য শেষ হতেই সভা সমাপ্ত হয়، সভায় সব বক্তারাই একই সুরে মমতা ব্যানার্জীর নেতৃত্বে আস্থা জানান এবং আসন্ন পুরনির্বাচনের পাশাপাশি ২০২১ সালে পশ্চিমবঙ্গে ফের ক্ষমতায় আসার সংকল্প গ্রহণ করেন তারা l তবে প্রাক্তন সাংসদ এক পা এগিয়ে এলাকার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে নাম না করেই বিধায়ক শুভ্রাংশু রায়কে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া সত্বেও দল তথা মমতা ব্যানার্জির সাথে বেইমানি করার অভিযোগে অভিযুক্ত করেন، এদিকে সভাটি শেষ হতেই শহর তৃণমূল কংগ্রেসের দু'টি গোষ্ঠীর বিভাজন বিশেষভাবে প্রকট হয়ে ওঠে، উপস্থিত একপক্ষ দীনেশ ত্রিবেদীকে নিয়ে রওনা দেন মঙ্গলবার বিজেপির হাত থেকে পুনর্দখল করা তৃণমূল কার্যালয়ের দিকে، যেটি আদতে এখনও কাঁচরাপাড়াবাসীর কাছে 'কংগ্রেস ভবন' নামেই পরিচিত، অন্যদিকে অপরপক্ষ রওনা দেন ওয়ার্কশপ রোডস্থ কাঁচরাপাড়া পুরসভার কার্যালয়ের দিকে، যদিও প্রাক্তন সাংসদ পুরপ্রধানের খোঁজ করেন، শেষমেষ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাব দিয়ে উঠে পড়েন এবং চা খেতে খেতেই পুরসভার দিকে রওনা দেন، সেখানে কিছুক্ষণ তৃণমূলের পুরপ্রতিনিধিদের সাথে ভাব বিনিময় করেন বলেও জানা গেছে l
No comments