ব্রেকিং নিউজ

তৃণমূলে ফিরলেন হালিশহর পুরসভার কাউন্সিলর

সাতদিনের সমাচার : ফের দলবদল হালিশহরে৷ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন হালিশহর পুরসভার কাউন্সিলর তপন দত্ত৷ বুধবার সন্ধ্যায় হালিশহরে একটি অনুষ্ঠান বাড়িতে জেলা তৃণমূল নেতা সুবোধ অধিকারীর হাত ধরে ঘর ওয়াপসি করলেন তপনবাবু ৷ এদিন এই ঘরোয়া দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল যুবনেতা কমল অধিকারী সহ স্থানীয় নেতৃত্ব এবং কর্মীরা৷ তপনবাবু দলের ফেরায় তাঁকে স্বাগত জানান উপস্থিত সকলে৷ তপনবাবু হালিশহর পুরসভার ৯নম্বর ওয়ার্ডের  কাউন্সিলর৷ প্রসঙ্গত লোকসভা নির্বাচনে ফল প্রকাশিত হওয়ার পর বীজপুর বিধানসভা অন্তর্গত দুটি পুরসভা কাঁচরাপাড়া তথা হালিশহর পুরসভার এক ঝাঁক কাউন্সিল বিমানে চেপে দিল্লীতে বিজেপির সদর দপ্তরে গিয়ে ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন ৷ কিন্তু সুবিধা না হওয়ায় কিছুদিন পরেই ফের তাঁরা পুরনো দল তৃণমূলেই ঘর ওয়াপসি করেন l প্রসঙ্গত দিল্লী ফেরত কাউন্সিলার তপন দত্ত দলে ফেরায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয় তৃণমূল কর্মীরাও ৷

No comments