রেল লাইনে ফাটল :দুর্ভোগ যাত্রীদের
সাতদিনের সমাচারঃ ফের রেল লাইনে ফাটল, ফের বন্ধ ট্রেন চলাচল৷ মেন লাইনে পরপর রেল ট্র্যাকে ফাটল নিয়ে ক্ষুব্ধ নিত্য যাত্রীদের বড়ো অংশ ৷ বৃহস্পতিবার সকালে নৈহাটি-শিয়ালদহ মেইন লাইনের টিটাগড় স্টেশনের কাছে বড়সড় ফাটল দেখতে পান শিয়ালদহগামী ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীরা l টিটাগড় স্টেশনের দুই নম্বর প্লাটফর্মের লাইনের সেই ফাটল দেখতে পেয়ে খবর দেওয়া হয় স্টেশনমাস্টারকে৷ তৎক্ষণাৎ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় রেলের তরফে৷ ঘটনাস্থলে ছুটে আসেন রেলের কর্মীরা৷ তারা তড়িঘড়ি লাইন মেরামতির কাজ শুরু করেন৷ জানা গিয়েছে,ব্যস্ত সময় লাইনে ফাটলের জেরে শিয়ালদহগামী ডাউন ট্রেনগুলিকে অন্য লাইন দিয়ে পাস করানো হয়৷ যারফলে ডাউন ট্রেন দেরিতে চলাচল করায় দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা৷ রবি মালাকার নামে এক ট্রেন যাত্রী বলেন, 'দুই নম্বর লাইনে ফাটল থাকায় প্রায় ৪০মিনিট ট্রেন বন্ধ ছিল৷' প্রসঙ্গত গত শুক্রবার সকালে খড়দহের শান্তিনগর এলাকায় লাইনধার বস্তির এক মহিলা ময়লা ফেলতে এসে ১নম্বর লাইনে ফাটল দেখতে পান৷ তৎক্ষণাৎ বিষয়টি প্রতিবেশীদের জানালে খবর যায় স্টেশনমাস্টারের কাছেও ৷ সে সময় আপলাইন দিয়ে বারাকপুর লোকাল আসছিল، স্থানীয় মহিলাই লাল গামছা দেখিয়ে ট্রেন দাঁড় করান، তাঁদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে৷
No comments