টোটো বন্ধ নিয়ে উত্তেজনা : পুলিশের লাঠিচার্জ নৈহাটিতে
সাতদিনের সমাচার : টোটো বন্ধকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, পুলিশের লাঠিচার্জের অভিযোগ নৈহাটিতে ৷ শুক্রবার সকালে নৈহাটি গরুরফাঁড়ি মোড় এলাকায় ঘটা এই অপ্রীতিকর ঘটনা নিয়ে সরগরম রাজনৈতিক মহলও l জানা গেছে ,নৈহাটি স্টেশন সংলগ্ন ব্যস্ততম ঘোষপাড়া রোডে যানজটের সৃষ্টি হওয়ার কারণে বেশ কিছুদিন যাবৎ নৈহাটি স্টেশন চত্বর এলাকায় টোটো চলাচল নিষিদ্ধ করে প্রশাসন ৷ এদিন সকালে তারই প্রতিবাদে টোটো বন্ধ রেখে গরুরফাঁড়ি মোড়ে বিক্ষোভে সামিল হন টোটোচালকরা ৷ মাইকে বিক্ষোভের প্রচার চলে প্রশাসন বিরোধী৷ অভিযোগ সেসময় নৈহাটি স্টেশন এলাকায় পুলিশ লাঠি চালায় টোটো চালকদের উপর ৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলেও জানা গিয়েছে৷ বিষয়টি জানাজানি হতেই গরুর ফাঁড়ি নেতাজী সুভাষ মোড় এলাকায় উত্তজনা ছড়ায়৷ বাইরে থেকে আসা টোটো থেকে যাত্রীদের নামিয়ে দিতে শুরু করে দেন আন্দোলনরত চালকরা ৷ উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নৈহাটি থানার পুলিশ৷ মৃদু লাঠিচার্জ করে আন্দোলনরত টোটোচালকদের রাস্তা থেকে হটিয়ে দেয় পুলিশ৷ তাদের দাবি، টোটো চালিয়ে অর্জিত টাকায় আমাদের সংসার চলে ৷ কিন্তু নৈহাটি স্টেশন এলাকায় ঢুকতে না দেওয়ায় আমাদের ভাড়া হচ্ছে না، তাই আমাদেরকে নৈহাটি স্টেশন পর্যন্ত যেতে দেওয়া হোক ৷ এবিষয় নৈহাটি পুরপ্রধান অশোক চ্যাটার্জী বলেন,'স্টেশন এলাকায় যানজট সৃষ্টি হওয়ায় পুলিশ টোটো চলাচল নিয়ন্ত্রণ করেছে বলে শুনেছি ৷ টোটো নিয়ন্ত্রণের কোনও দায়িত্ব পুরসভার উপর পড়েনা৷'
No comments