সাংসদের ফাঁকা জমিতে পুলিশের তল্লাশি
সাতদিনের সমাচার : সাংসদ অর্জুন সিংয়ের ফাঁকা জমিতে তল্লাশি চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ শুক্রবার বিকেলে জগদ্দল থানার পুলিশ এবং বারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বিশেষদল সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনের পাশের ফাঁকা জমিতে চিরুনি তল্লাশি চালায়৷ পুলিশের তল্লাশি খবর পেয়ে আসেন ভাটপাড়ার বিধায়ক তথা অর্জুন পুত্র পবন সিং৷ ভাটপাড়া পুরসভার পুরপ্রধান সৌরভ সিং৷ যদিও তল্লাশি শেষে কিছু না ঘটনাস্থল থেকে পেয়ে খালি হাতে ফিরে আসে পুলিশ ৷ তবে কোনোপ্রকার সার্চ ওয়ারেন্ট ছাড়া সাংসদের সম্পত্তির উপর পুলিশের তল্লাশি চালানোয় ক্ষুব্ধ বিধায়ক পবন সিং বলেন, কোনো নোটিশ ছাড়াই পুলিশ তল্লাশি চালিয়েছে، অথচ ওই ফাঁকা জমি থেকে কিছুই পায়নি পুলিশ৷ আসলে বাবা বিজেপিতে যোগদান করার পর থেকেই আমাদের বিভিন্নভাবে হেনস্তার চেষ্টা হচ্ছে৷
No comments