ব্রেকিং নিউজ

স্ত্রী কে খুনের চেষ্টা : ধৃত স্বামী

সাতদিনের সমাচার : স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বীজপুর থানার পুলিশ৷ অভিযুক্তর নাম হাসিবুর রহমান ৷ সে কল্যাণী একটি বেসরকারি সংস্থার নিরাপাত্তারক্ষীর কাজ করে৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে কাঁচরাপাড়া লিচুবাগান সিরাজ মন্ডল রোড এলাকায়৷ জানা গেছে,বছর আটেক আগে লিচুবাগান বাসিন্দা পুতুল দাসের সঙ্গে পরিচয় হয় তার৷ নিজের আসল নাম গোপন রেখে রজত দাস বলে পরিচয় দিয়ে বছর সাতেক আগে পুতুলকে বিয়ে করে হাসিবুর ৷ বিয়ের কিছুদিন পর স্বামীর আসল নাম জানতে পারেন স্ত্রী পুতলদেবী৷ এমনকি কাটোয়ায় তাঁর প্রথম পক্ষে স্ত্রী এবং চারটি সন্তানও আছে বলে জানা গেছে ৷ পুতুলদেবীর অভিযোগ, এই ঘটনা জানার পর থেকে শারীরিক নির্যাতন চালাতো অভিযুক্ত৷ তার আরও অভিযোগ, ছোটোখাটো ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক মারধর করত৷ এদিন রাতে কোনও এক বিষয় নিয়ে তাদের মধ্য অশান্তি হয়৷ অভিযোগ, হাসিবুর তাকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে৷চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছটে আসেন প্রতিবেশীরা৷ স্থানীয় মহিলা বিনা ঘোষ বলেন,পুতুলের চিৎকার শুনে এসে দেখি ওর স্বামী মারধর করছে، এমনকি বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করে বলে জানত পারলাম কি সাংঘাতিক কাণ্ড ৷ এদিকে স্থানীয়রা অভিযুক্তকে পাকড়াও করে পুলিশে খবর দেয়৷ পুতুলের অভিযোগের ভিত্তিতে হাসিবুরকে গ্রেপ্তার করে বীজপুর থানার পুলিশ৷

No comments