ব্রেকিং নিউজ

মনীষার অস্বাভাবিক মৃত্যু : আত্মহত্যা মানতে রাজি নয় কেউই

সাতদিনের সমাচার : বছর ঊনিশের চনমনে মেয়েটা আত্মহত্যা করতে পারে এমন কোনও কারণ দেখতে পাচ্ছে না মনীষার বাপের বাড়ির লোকজন l তাদের দাবি ওকে মেরেই ঝুলিয়ে দেয়া ঝুলিয়ে দেয়া হয়েছে !.যদিও  এ নিয়ে নতুন কোনও তথ্য খবর লেখা পর্যন্ত সামনে আসেনি l নদীয়ার পালপাড়া এলাকায় আজ বেলার দিকে ঘটা এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে তোলপাড় হালিশহর !  এই বছরের ২৬ ফেব্রুয়ারি, চাকদা থানার অন্তর্গত পালপাড়া নিবাসী রাকেশ মল্লিকের সঙ্গে হালিশহর মেলপুকুর পাড়ের বাপ হারা অভাগী মনীষা'র বিয়ে হয়েছিল  একপ্রকার সম্বন্ধ করেই । অবশ্য ফেসবুকের মাধ্যমে রাকেশ ও মনীষার আলাপ পরিচয় গাঢ় হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে l এই  এই সম্বন্ধ পোক্ত করেন হালিশহর নবনগর নিবাসী রাকেশের দিদি। এরপর ফেব্রুয়ারীতে হালিশহর যদুনাথবাটি এলাকায় মামারবাড়ি থেকেই মনীষার বিয়ে হয় ধুমধাম করে l মামা-মাসীরাই সাধ্যমতো দান -সামগ্রী দিয়ে ভাগ্নিকে তুলে দিয়েছিলেন রাকেশের হাতে l
মনীষার বড়ো মামা কৃষ্ণবাবু ক্ষোভের সঙ্গে জানান - 'দুপুর সাড়ে ১২টা নাগাদ মনীষার শ্বশুরবাড়ির এক পড়শি যুবক ফোন করে বোনকে জানায় ভাগ্নিকে নাকি সঙ্কটজনক অবস্থায় চাকদা হাসপাতালে ভর্তি করা হয়েছে ! খবর পেয়েই আমার বোন কয়েকজনকে নিয়ে চাকদা ছোটে সেখানে গিয়ে ওরা শোনে ভাগ্নি নাকি সুইসাইড করেছে ! যে মেয়ে সকালেও ওর মায়ের সঙ্গে কথা বলেছে ফোনে হঠাৎ  সুইসাইড করবে ! এটা বিশ্বাসযোগ্য !! ওকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে l আমরা থানায় অভিযোগ জানাচ্ছি পাশাপাশি দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবিও জানাচ্ছি l'  প্রসঙ্গত۔ মৃতা মনীষার স্বামী  রাকেশ কিন্তু কর্মসূত্রে চেন্নাইতে থাকে।

No comments