বিজেপির ধিক্কার মিছিল হালিশহরে
সাতদিনের সমাচারঃ কয়েকদিন আগে দিল্লীর জেএনইউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দ'র মূর্তি ভাঙার প্রতিবাদে মোমবাতি হাতে ধিক্কার মিছিল করল বিজেপি কর্মীরা৷ শুক্রবার সন্ধ্যায় হালিশহর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিল তেতুঁলতলা মোড় ধরে ওয়ার্ড পরিক্রমা করে কার্যালয়ের কাছে শেষ হয় ৷ এদিন মিছিলে উপস্থিত ছিলেন, বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ-সভাপতি সুবর্ণা রায়, শক্তি দাস, নির্মল চন্দ্র দে,স্থানীয় মন্ডলের সহ-সভাপতি বাবলু দেবনাথ তথা অনিমেষ দে সহ দলের কর্মী সমর্থকরা৷ মোর্চা নেত্রী সুবর্ণা রায় স্বামীজীর মূর্তি ভাঙ্গা প্রসঙ্গে তীব্র নিন্দা করে বলেন, 'মনি-ঋষিদের মূর্তির উপর বর্বরোচিত আক্রমণ অবিলম্বে বন্ধ হওয়া দরকার, নতুন প্রজন্মের কাছে কি বার্তা দিচ্ছি আমরা ?' বিবেকানন্দ মূর্তি ভাঙার প্রতিবাদ জানিয়ে এদিন দুপুরে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কর্মীরাও l
No comments