মনীষার অস্বাভাবিক মৃত্যু : প্রশাসনের উপস্থিতিতে দেহের তদন্ত হবে আজ
সাতদিনের সমাচার : মনীষার দেহ সংরক্ষণ করা হয়েছে l আজ জেলাশাসক এবং মহকুমা শাসক সহ প্রশাসনের উপস্থিতিতে মনীষার দেহের প্রয়োজনীয় তদন্ত করা হবে বলে মনীষার মামাবাড়ি সূত্রে খবর l তবে চাকদা থানায় এফআইআর করা হলেও পুলিশ এখনও পলাতক শ্বশুরবাড়ির লোকজনের নাগাল পায়নি l মনীষার মামীমা শিখা দাস আজ সকালে সমাচার সাতদিনকে জানান، 'হত্যার আগে মনীষাকে ব্যাপক মারধর করা হয়েছিল কেননা ওর থুতনিতে বড়সড় ক্ষত চিহ্ন সারামুখে কালশিটে দাগ، সম্ভবত দেয়ালের সঙ্গে ঠুকে দেয়াও হতে পারে، তবে আমরা প্রশাসনের উপর আস্থাশীল۔ আজ তদন্ত হলে সত্যিটা নিশ্চয় সামনে আসবে l' তিনি আরও বলেন، কয়েকমাস ধরেই ওর উপর লাগাতার মানসিক নির্যাতন চলছিল، মানিয়ে নিতে হবে বলে মায়ের কাছেও মুখ ফুটে বলেনি মেয়েটা তাই শেষ পর্যন্ত অঘোরে মরতে হল ওকে l' প্রসঙ্গত চেন্নাইতে জামাই রাকেশকে বারংবার ফোন করা হলেও ফোন বেজে গেছে، কোনোভাবেই মনীষার মামাবাড়ির লোকজন তার সাথে যোগাযোগ করতে পারেনি l তাদের মূল অভিযোগ রাকেশের মা অর্থাৎ মৃতার শাশুড়ির বিরুদ্ধে l যদিও বাড়ির সকলেই তালা ঝুলিয়ে চম্পট দিয়েছে l প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেপ্তারির কোনও খবর নেই।
No comments