ব্রেকিং নিউজ

বিনা অনুমতিতে তল্লাশির খেসারত দিতে হবে : অর্জুন

সাতদিনের সমাচারঃ বাড়ির পাশে ফাঁকা জমিতে পুলিশের তল্লাশি নিয়ে মুখ খুলেন সাংসদ অর্জুন সিং৷ শনিবার নৈহাটিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,'পশ্চিম বাংলার পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তাই দালালি করার স্পর্ধা দেখাচ্ছে, বিনা অনুমতিতে একজন সাংসদের জমি-জায়গার উপর পুলিশ তল্লাশি চালায় কি করে ! আদালতে কিন্তু তাঁর কৈফিয়ত দিতেই হবে৷' তাঁর অভিযোগ, 'পুলিশ পরিকল্পনা করে কয়েকজনকে দিয়ে ওই ফাঁকা জায়গায় কিছু অস্ত্র রেখে আমাদের বদনাম করার চেষ্টা করেছিল,কিন্তু মানুষের ভয়ে তা পারেনি, ইতিমধ্য কয়েকজনের নাম আমরা পেয়েছি, তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, ওই ফাঁকা জমি থেকে  কিছু উদ্ধারের করতে না পেরে ফাঁকা উদ্ধার কাগজ দিয়ে ফিরতে হয়েছে পুলিশকে৷' উল্লেখ করা যেতে পারে, গত শুক্রবার জগদ্দল থানার পুলিশ এবং  বারাকপুর পুলিশ কমিশনাররেটের একটি দল জগদ্দলের মেঘনা মোড় সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির পাশে  একটি ফাঁকা জায়গাতে সার্চ ওয়ারেন্ট ছাড়া তল্লাশি অভিযান চালায়, যদিও সাংসদ সেই সময় বাড়ি ছিলেন না৷ তল্লাশির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অর্জুন তনয় তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিং এবং ভাইপো তথা পুরসভার চেয়ারম্যান সৌরভ সিং৷  দীর্ঘক্ষণ পুলিশ ওই ফাঁকা জমিতে তল্লাশি চালায়৷ কিন্তু কোনও  কিছু উদ্ধার না হওয়ায় 'নিল রিকভারি' কাগজ দিয়ে ফিরে যায় পুলিশ৷ বিনা নোটিশে পুলিশের তল্লাশির ঘটনায় ক্ষুব্ধ বিধায়ক পবন সিং বলেন, 'সার্চ ওয়ারেন্ট ছাড়া পুলিশ সাংসদের জমিতে তল্লাশি চালিয়েছে,অথচ ওই ফাঁকা জমি থেকে কিছুই পায়নি পুলিশ৷ আসলে বিজেপি যোগদান করার পর থেকেই বিভিন্ন ভাবে হেনস্তা করার চেষ্টা হচ্ছে আমাদের পরিবারকে ৷' তল্লাশির ঘটনায় তাঁরা আইনি পথে যাবেন বলেও জানান বিধায়ক৷

No comments