জুট মিল শ্রমিকের টাকা ছিন্তাই নৈহাটিতে
সাতদিনের সমাচার : ভিড়ে ঠাসা নৈহাটি স্টেশন সংলগ্ন রাস্তায় এক ব্যক্তি কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালালো এক ছিন্তাইবাজ৷ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে নৈহাটি পুরসভার সম্মুখে ঘোষপাড়া রোডে৷জানা গিয়েছে,হাজিনগর মাড়োয়ারীকল চৌমাথা এলাকার বাসিন্দা চন্দ্রশেখর সাউ নৈহাটির একটি ব্যাঙ্ক থেকে তিরিশ হাজার টাকা তুলে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন৷ কিন্তু কিছুটা পথ আসতেই পিছন থেকে এক ছিন্তাইবাজ টান মেরে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়৷তিনি চিত্কার করলে স্থানীয়রা ছুটে এসে ছিন্তাইবাজ কে পাকড়াও করে৷খবর পেয়ে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার৷ ওই ছিন্তাই কে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা৷চন্দ্রশেখরবাবু বলেন,ব্যাঙ্ক থেকে টাকা তুলে বেরিয়ে কিছুটা পথ আসতেই এক যুবক পিছন থেকে আসে৷কিছু বুঝে ওঠার আগেই সে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়৷ আমি চিত্কার করায় স্থানীয়রা তাঁকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়৷ টাকা ছিন্তাইয়ের এই ঘটনায় চাঞ্চ্যল ছড়িয়ে পড়ে এলাকায়৷ জানা গিয়েছে,চন্দ্রশেখরবাবু স্থানীয় একটি জুটমিলে কাজ করেন৷
No comments