ঘোলায় বিজেপি কর্মী গুলিবিদ্ধ : প্রতিবাদ মিছিল
সাতদিনের সমাচার : গত সোমবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে ঘোলা থানার এলাকা৷ গোলাগুলির সাথে বোমাবাজির ঘটনাও ঘটে গত সোমবার, গুলিবিদ্ধ হন পরিতোষ রায় এবং রাজা সরকারের নামে বিজেপি দুই কর্মী৷ গুলি চালানোর অভিযোগ উঠে শাসকদলের বিরুদ্ধে ৷ গুলি এবং দলের কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রবিবার সকালে সোদপুর বিটি রোড ট্রাফিক মোড় থেকে বিশাল মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা৷ এদিন মিছিলে হাজির ছিলেন,বারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং,নোয়াপাড়ার বিধায়ক সুনিল সিং, টিটাগড় পুরসভার কাউন্সিলার মনীষ শুক্লা,কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি কিশোর কর সহ অন্যান্য নেতৃত্ব ৷ ঘোলা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা৷ মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, এটা তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের মিছিল, কয়েকদিন আগে স্থানীয় বিধায়ক নান্টু ঘোষ এবং তাঁর অনুগামীরা তান্ডব চালিয়েছে, নিরীহ বিজেপি কর্মীদের ওপর গুলি চালানো হয়েছে৷ পুলিশ গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার না করে উল্টে বিজেপি কর্মীদেরই গ্রেপ্তার করেছে৷' তিনি আরও বলেন,'বারাকপুরের পুলিশ কমিশনার পক্ষপাতিত্ব করছেন৷' যদিও শাসকদল বলছে, এটা নাকি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের l এদিন সাংসদের নেতৃত্বে ঘোলা থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়৷
No comments