পার্শ্ব শিক্ষকদের পাশে এবার দুই সাংসদ অর্জুন-লকেট
সাতদিনের সমাচার : উচ্চ আদালতের অনুমতি নিয়ে গত পাঁচ দিন ধরে অবস্থান আন্দোলন চালাচ্ছিল পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের একটি সংগঠন। ষষ্ঠ দিন থেকে তাঁরা শুরু করলেন অনশন। পার্শ্বশিক্ষকরা ইতিপূর্বেও আন্দোলন চালিয়ে সরকারের প্রতিশ্রুতি মত আন্দোলন তুলে নিয়েছিলেন কিন্তু এবারে তাঁরা সরকারের কাছ থেকে শুধু প্রতিশ্রুতি শুনতে নারাজ। তাঁদের দাবি,স্থায়ীদের মত তাঁদের জন্যও বেতনক্রম ও সুযোগ সুবিধা চালু করতে হবে। ইতিপূর্বে পার্শ্বশিক্ষকদের আন্দোলন ভেস্তে দিতে রাতের অন্ধকারে তাঁদের ওপর পুলিশের লাঠিচার্জ হয়। এবারের আন্দোলন দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, পূর্বের আঘাত পার্শ্বশিক্ষকদের দেহ-মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এজন্যই তাঁরা আঁটঘাট বেঁধে আদালতের অনুমতি নিয়ে বিকাশ ভবন-এর ১০০ মিটার দূরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, রাজ্যের শাসক বিরোধী দলগুলি রয়েছে পার্শ্বশিক্ষকদের পাশে। গতকাল পর্যন্ত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির দুই সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং অর্জুন সিং। রাজ্য সরকারকে তুলোধোনা করে তাঁরা একই সুরে দাবি করেন যে, কেন্দ্র ঠিকঠাক টাকা দিলেও রাজ্য সরকার তা পার্শ্বশিক্ষকদের জন্য খরচা করছেন না, পকেট ভরছেন। যদিও রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে ঠিক বিপরীত অর্থাৎ কেন্দ্র টাকা ঠিকঠাক দিচ্ছে
না বলেই তাঁরা পার্শ্বশিক্ষকদের নিজেদের সাধ্যের বাইরে কোন সহযোগিতা করতে পারছেন না। যদিও পার্শ্বশিক্ষকরা শিক্ষামন্ত্রীর ব্যবহার ও মন্তব্য শুনে ক্ষুব্ধ বলে অভিযোগ তুলেছেন ।
No comments