কাঁকিনাড়া শুটআউট : তদন্তে গোয়েন্দা বিভাগ
সাতদিনের সমাচারঃ কাঁকিনাড়া শুটআউটের ঘটনায় এবার তদন্তে বারাকপুর পুলিশ কমিশনাররেটের গোয়েন্দা বিভাগ ৷ জানা গেছে, পুলিশ কমিশনাররেটের গোয়েন্দা বিভাগের একটি বিশেষ দল মঙ্গলবার মৃত বিভূতি ঘোষের বাড়ি গিয়ে পরিবারের সদ্যসদের সাথে কথা বলেন, সেখান থেকে বেরিয়ে তারা কল্যানী হাইওয়ের ধারে ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ প্রসঙ্গত, রবিবার রাতে কাজ থেকে বাইকে চেপে বাড়ি ফেরার পথে বাড়ির কাছে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হয়েছিলেন কুতুবপুর গ্রামের বাসিন্দ বিভূতি ঘোষ (৪৮)৷ মৃত ব্যক্তি কলকাতার একটি ল্যবে কাজ করতেন ৷ ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে রক্তাত্ত জখম অবস্থায উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় কল্যানী জেএনএম হাসপাতালে৷ মঙ্গলবার সকালে ওই হাসপাতালে মারা যান বিভূতিবাবু ৷ পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে গোয়েন্দা পুলিশ৷
No comments