পলাতক পিন্টু অবশেষে পুলিশের জালে
সাতদিনের সমাচার : অবশেষে পুলিশের জালে ধরা পড়লো রাজু কুর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু শর্মা৷ দুর্গা পুজো নবমী রাতে কাঁচরাপাড়া ভুতবাগান এলাকার বাসিন্দা রাজু কুর্মীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠে পিন্টুর বিরুদ্ধে৷ রাজু পরিবারের তরফে ৪ অক্টোবর বীজপুর থানায় অভিযোগ দায়ের করা হয় পিন্টুর বিরুদ্ধে৷ ঘটনার পর থেকে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায় পিন্টু৷ তাকে ধরতে পুলিশও খোঁজ চালায়৷ কিন্তু পিন্টুকে ধরতে পারেনি৷ শেষ পর্যন্ত জলপাইগুড়ি কোতওয়ালি থানার পুলিশের জালে ধরে পড়ে পিন্টু৷
No comments