ছিন্তাইবাজদের গুলিতে জখম বিভুতি ঘোষের মৃত্যু,খুনের অভিযোগ পরিবারের
সাতদিনে সমাচারঃ শেষ পর্যন্ত মারাই গেলেন ছিনতাইকারীদের হাতে গুলিবিদ্ধ বিভূতিবাবু l আজ সকালে কল্যাণী জেএনএম হাসপাতালে মারা যান তিনি, তার মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায় l প্রসঙ্গত, কাজ থেকে ফেরার পথে রবিবার রাতে জগদ্দল কুতবপুর এলাকায় কাজ থেকে বাড়ি ফেরার পথে ল্যাব কর্মী বিভূতি ঘোষ (৪৮) আক্রান্ত হন দুষ্কৃতীদের হাতে ৷ কল্যাণী হাইরোডের ধারে বাড়ির কাছেই লুকিয়ে থাকা দুষ্কৃতীরা হঠাৎ তার ওপর চড়াও হয়৷ মোবাইল ফোন, মানিব্যাগ ছিনিয়ে নেয় এমনকি তার নতুন কেনা বাইকটিও ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় দুষ্কৃতীরা ৷ তাতে বাধা দিলেই বিভূতিবাবুকে লক্ষ্য করে দু' রাউন্ড গুলি চালানো হয় ৷ রক্তাত জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ পরিস্থিতি বেগতিক বুঝে দুষ্কৃতীরা পালিয়ে যায় l চিৎকার এবং গোঙানির আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে বিভূতিবাবুকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যান ৷ আহত ব্যক্তির দাদা সাধন ঘোষ বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি হাইরোডের ধারে জঙ্গলের মধ্য ভাই জখম অবস্থায় পড়ে রয়েছে,বাইকটি রাস্তার ধারে দাঁড় করা ৷ কয়েকজন মিলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷' নতুন বাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টাই করেছিল বলে তাঁর ধারণা ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ l
No comments