ব্রেকিং নিউজ

আক্রান্ত বিজেপি শ্রমিক নেতা : অভিযুক্ত তৃণমূল নেতা প্রমোদ গ্রেপ্তার

সাতদিনের সমাচার : বিজেপি শ্রমিক নেতাকে মারধোরের  অভিযোগে অবশেষে পুলিশের জালে অভিযুক্ত তৃণমূল শ্রমিকনেতা প্রমোদ সিং l ঘটনার জেরে তীব্র অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব l এদিকে ঘটনার প্রতিবাদে মিলে উত্পাদন বন্ধ রেখে প্রতিবাদে শামিল হয়েছে জুটমিলের শ্রমিকরাও ৷ ঘটনার জেরে বুধবার  জগদ্দলের অকল্যান্ড জুট মিল কার্যত স্তব্ধ l প্রসঙ্গত, মনোজ চৌধুরী নামে ওই নেতাকে বুধবার  রাতে অপরিচিত কয়েকজন 'দরকার আছে' বলে ডাকতে থাকে ৷ তিনি ডাক শুনে ঘর থেকে বেরতেই দুষ্কৃতীর তাঁর ওপর চড়াও হয়৷ তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ ৷ মনোজবাবুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন ৷গুরুতর জখম অবস্থায় মনোজবাবুকে ঘটনাস্থল ঊদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতা একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর ৷ মনোজবাবুর দিদি শিলাদেবী বলেন, প্রথমে দুষ্কৃতীরা বাড়ি দরজার কড়া নেড়ে ভাইকে ডাকে, ভাই ঘর থেকে বাইরে বেরতেই ১০ থেকে ১২জন লোক মুখে কালো কাপড় বেধে তাঁর ওপর চড়াও হয়, মাটিতে ফেলে হকিস্টিক দিয়ে এলোপাথাড়ি  মারধর করে পালিয়ে যায় দুষ্কৃতিরা l'এই ঘটনার পিছনে তৃণমূলের হাত আছে বলে মনে করছেন তারা ৷ খবর পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ আসে জগদ্দল থানার পুলিশও৷ মিশুকে প্রকৃতির ব্যক্তি মনোজবাবুকে মারধর করার প্রতিবাদে মিলের প্রায় হাজার শ্রমিক মিলিতভাবে সকাল থেকে মিলের উত্পাদন বন্ধ করে প্রতিবাদে নেমেছেন৷ তাঁদের দাবি, যতক্ষণ অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার না করবে, ততক্ষণ  মিলের উত্পাদন কাজে তাঁরা কাজ যোগ দেবেন না৷ মিলের শ্রমিক জিতেন্দ্র প্রসাদ বলেন,'কিছুদিন আগে মনোজবাবু বিজেপি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছেন ৷ একজন বেকসুর ব্যক্তিকে কেনো এভাবে মারধর করা হল এর ইন্সাফ চাই৷' স্থানীয় বাসিন্দা কে.নাগরাজ বলেন,'মনোজবাবু মিশুকে প্রকৃতির মানুষ৷তাঁকে মারধর করেছে কিছু দুষ্কৃতিরা,তাই মজদুর সমর্থনে মিল বন্ধ আছে৷ এদিকে ঘটনার তদন্তে নেমে জগদ্দল থানার পুলিশ তৃণমূল নেতা প্রমোদ সিংকে গ্রেপ্তার করেছে বলে খবর ৷ এর জেরে কার্যত মুখ পুড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের l

No comments