কানা পিন্টু : ৮ দিনের পুলিশি হেপাজতে
সাতদিনের সমাচার : ভূতবাগান মার্ডার কেসের মূল অভিযুক্ত পিন্টু শর্মা ওরফে কানা পিন্টুকে ৮ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত l পিন্টুর বিরুদ্ধে রাজু কুর্মি নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে । উল্লেখ করা যেতে পারে, চলতি বছরে দুর্গাপুজোর নবমীর রাতে কোনও বিষয়কে কেন্দ্র করে প্রথমে বচসা তা থেকে গোলমাল এবং শেষ পর্যন্ত দশমীর ভোর রাতে হালিশহর পানবস্তী এলাকায় রাজুকে গুলি করে পিন্টু, রক্তাক্ত জখম অবস্থায় রাজুকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যায় রাজু ৷ ৪ অক্টোবর মৃত যুবকের পরিবার তরফে বীজপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় পিন্টুর বিরুদ্ধে ৷ যদিও ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত ৷ মাসখানেক ধরে বহু চেষ্টা চালিয়েও পিন্টুর নাগাল পাচ্ছিল না পুলিশ ৷ এমনকি পিন্টুকে পাকড়াও করতে গুজরাটেও যায় বীজপুর পুলিশের একটি বিশেষ দল৷ সেখানেও পিন্টুকে পাওয়া যায়নি ৷ অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে ১৯সে নভেম্বর জলপাইগুড়ির কোতওয়ালি থানার পুলিশ কদমতলা হাসপাতালপাড়ার এক আত্মীয়র বাড়ি থেকে পিন্টুকে পাকড়াও করে বীজপুর থানার পুলিশের হাতে তুলে দেয় ৷ অভিযুক্ত বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধিতে খুনের মামলা, বেআইনী অস্ত্র সহ একাধিক ধারায় মামলা (302 ,360, 120B/34 IPC (25/27) Arms ) রুজু করে ১২দিনের পুলিশি হেফাজত চায় বীজপুর থানার পুলিশ, সেইমতো বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে বিচারক পিন্টু শর্মাকে ৮ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয় l বীজপুর পুলিশের এই সাফল্যকে বড়ো করেই দেখছে স্থানীয় বুদ্ধিজীবী মহল l
No comments