ব্রেকিং নিউজ

সাপের বিষের প্রতিষেধক তৈরির দাবিতে ডেপুটেশন

সাতদিনের সমাচার : এই রাজ্য সাপের বিষের প্রতিষেধক  তৈরির দাবিতে ডেপুটেশন দিল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)৷ সোমবার এপিডিআর দক্ষিণ ২৪পরগনা জেলা কমিটির পক্ষ থেকে এম.আর.বাঙুর হাসপাতালের চিফ মেডিকেল অফিসার(সিএমওএইচ)কাছে ডেপুটেশন দেওয়া হয়৷ ডেপুটেশনের কপিতে তাঁরা উল্লখ করেছেন,এই দেশে বিষধর সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় পশ্চিমবঙ্গ শীর্ষস্থান রয়েছে,যা উদ্বেগজনক ৷ মূলত 'বিগ ফোর' হিসাবে চিহ্নিত চারটি প্রধান সাপ যথাক্রমে কেউটে,গোখরো,চন্দ্রবোড়া এবং কালাচ৷ চন্দ্রবোড়ার কামড়েই সব চেয়ে বেশী মানুষের মৃত্যু ঘটেছে এই রাজ্য, সাপের বিষের প্রতিষেধক(এএসভি)এ্যন্টি স্নেক ভেনাম মূলত তামিলনাড়ু থেকে আসে৷ কিন্তু চন্দ্রবোড়া নামক বিষধর সাপের কামড়ে ব্যবহৃত এ্যন্টি স্নেক ভেনাম (এএসভি) ইদানীং কাজে আসছে না৷ তাঁরা আরও উল্লখ করেছেন,গত কয়েক মাসে বাঙুর, মেডিকেল,পিজি হাসপাতাল সহ আরও বেশ কিছু স্থানে ৩০টির বেশী এএসভি দিয়েও রোগী/রোগীনী কে বাঁচানো যায় নি বলে তাঁরা উল্লেখ করেছেন৷ উদ্বেগ প্রকাশ করে তাঁরা লিখেছেন,দক্ষিণ ২৪পরগনা জেলা সর্পপ্রবণ এলাকা৷ প্রতি বছর এই জেলাতে বহু মানুষকে সাপে কামড়ায়৷ মৃত্যু হয় অনেকের৷ তাই সংগঠনের পক্ষ থেকে এই বিষয় উদ্যোগী হওয়ার অনুরোধ করা হয়েছে৷ তাঁদের দাবি, অবিলম্বে এই রাজ্য সাপের বিষ নিয়ে গবেষণা কেন্দ্র এবং এএসভি তৈরি করা হোক৷ সিএমওএইচের  মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছে৷ উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে বারাকপুর নাপিতপাড়ার বাসিন্দা সর্প বিশেষজ্ঞ নৈহাটি অঞ্চলে একটি বাড়িতে বনদপ্তরে কর্মীদের ডাকে সাপ ধরতে এসে বিষধর সাপের কামড়ে মারা গিয়েছিলেন ৷

No comments