ব্রেকিং নিউজ

ফুটবল খেলতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল কিশোর

সাতদিনের সমাচার : ফুটবল খেলতে গিয়ে গঙ্গার জলে তলিয়ে গেলে এক কিশোর ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার শ্যামনগর মালগুদাম ঘাট এলাকায় ৷ মৃত কিশোরের নাম সুমিত সিং(১৫) ৷ জানা গেছে, এদিন সুমিত'রা কয়েকজন বন্ধু মিলে গঙ্গার ধারে ফুটবল খেলছিল ৷ খেলতে-খেলতে বলটি হঠাৎ জলে পড়ে যায়, সুমিত বলটি তুলতে গেলে পা হড়কে  গঙ্গার জলে পড়ে গিয়েই তলিয়ে যায় ৷ বন্ধুদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল এবং নোয়াপাড়া থানার পুলিশ ৷উদ্ধার কাজে নামানো হয় ডুবুরীও ৷ সুমিতের বাবা রতন সিং বলেন,'কয়েকজন মিলে ফুটবল খেলছিল, বলটি গঙ্গার জলে পড়ে যায়৷ ছেলেটা আমার  বল তুলতে গিয়ে পা পিছলে গঙ্গায় তলিয়ে গেল, ওতো সাঁতার জানত না ৷' পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া l

No comments