ব্রেকিং নিউজ

দলের নেতা-কর্মীদের উদ্ধতভাব মানলেন : খোকন

সাতদিনের সমাচার : মানুষের চাহিদা পূরণ করতে গিয়ে আমাদের দলের কিছু নেতা, সাংসদ,বিধায়ক,কাউন্সিলর এবং কর্মীদের উদ্ধতভাব এসে গিয়েছিল, আমি দলের নেতা আমাকে কে ছোঁয়ে ! কিন্তু আমরা ভুলে যাই দলনেত্রী মমতা ব্যানার্জীর ছবি আছে বলেই আমরা নেতা হতে পেরেছি, তাঁর   ছবি না থাকলে আমরা কিন্তু আম আদমি -  দলের নেতা কর্মীদের এভাবেই মোক্ষম দাওয়াই দিলেন কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি খোকন তালুকদার৷ শনিবার বিকেলে কাঁচরাপাড়া পুরসভার ১৭নম্বর ওয়ার্ডে 'দিদি কে বলো' কর্মসূচিতে  যোগ দিয়ে সার্কাস ময়দান মাঠ সংলগ্ন একটি ক্লাব প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি বলেন, উদ্ধতভাব ছেড়ে মানুষের সাথে মেশা এবং তাঁর আশা আকাঙ্খাকে বাস্তবে রূপ দেবার চেষ্টা করতে হবে, আমরা এও জানি কাঁচরাপাড়া তথা হালিশহর পুরসভার কিছু কাউন্সিলর আছেন, যাদের কাছে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়া যায় না, মানুষকে ফিরিয়ে দেওয়া হয়,  হাসপাতালে চিকিত্‌সাধীন মানুষকে একটি সার্টিফিকেট লিখে দিলে,সে বিনা পয়সায় চিকিত্‌সা পেতে পারে, কিন্তু তবুও আপনি তা দিচ্ছেন না,সরকারকে  বন্দোবস্ত করতে হচ্ছে, কেননা আমাদের দলের জন প্রতিনিধিদের নাকি সময় নেই! আসলে এর জন্য দায়ী তাদের উদ্ধতভাব৷' লোকসভা ভোটের কথা উল্লেখ করে খোকনবাবু আরও বলেন,'লোকসভা ভোটে আমাদের ফল খারাপ হয়েছে, আমাদের দুর্বলতাগুলি প্রকট হয়েছে, আসলে আমরা ভুলে যাই, মানুষ এবং দল আমাদের কাউন্সিলর,চেয়ারম্যান বানিয়েছে,দলের সাফল্যই আমাদের সাফল্য৷ দলের ফল খারাপ হলে ওই জায়গায় থাকবে না, তাই তা মেরামতির দায়িত্ব আমাদের প্রত্যেকের বর্তায় ৷' অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন,দিলীপ ঘোষ,রঞ্জিত চৌধুরী,সোনালি সিংরায়,মিন্টু সামন্ত প্রমুখ তৃণমূল নেতৃবৃন্দ সহ  ওয়ার্ড কাউন্সিলর শ্রাবন্তী সামন্ত ৷ ওয়ার্ডে অনেকে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ শোনেন,  নাগরিক পরিষেবায় নিয়মিত নর্দমা পরিষ্কার,আলোর অভাব নিয়েও এলাকাবাসিরা অভিযোগ জানান৷ দেখা যায় এলাকার দায়িত্ব থাকা দুই নেতা মিন্টু সামন্ত এবং অশোক চক্রবর্তী বাসিন্দাদের অভিযোগগুলি লিপিবদ্ধ করেছেন৷ অনেকেই নানা কারণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও,স্থানীয় কাউন্সিলার তাঁদের সাথে যোগাযোগ রাখেন না বলে অনেকেই জানিয়েছেন৷' দিদি কে বলো' কর্মসূচীতে গিয়ে কয়েকটি অঞ্চলে মশার উপদ্রব টের পান তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা৷ অভিযোগ,ন্যূনতম ব্লিচিং পাউডারও পাওয়া যায় না পুরসভা থেকে৷ জমা জল,জঙ্গল অপরিষ্কার, নিকাশি- নালা যে ডেঙ্গি প্রকোপ বাড়াতে পারে তা স্বীকার করে নিয়ে স্থানীয় কাউন্সিলার বলেন,'পুরসভায় নতুন পেস্টিসাইড আসছে যা ডেঙ্গু প্রতিরোধে সাহায্য করবে,মশা মারার তেলের পাশাপাশি এই পেস্টিসাইড আগামী ডিসেম্বর মাস থেকে সব এলাকাতেই দেওয়া হবে৷'

No comments