ভাগ্নির পর ভাই : মৃত্যুশোক মানতে পারছেন না কৃষ্ণ
সাতদিন এক্সক্লুসিভ : ভাগ্নির অস্বাভাবিক মৃত্যুর ১০ দিন কাটতে না কাটতেই মৃত্যু হল মামার ! চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে উত্তেজনা হালিশহর যদুনাথবাটি এলাকায় l মঙ্গলবার বেলা 2টো নাগাদ হালিশহর মালঞ্চ রেলগেটের কাছে মৃতা মনীষার ছোট মামা বিষ্ণু দাসের দ্বিখণ্ডিত মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন l খবর পেয়ে বাকশক্তি হারিয়েছেন দাদা কৃষ্ণ দাস l কৃষ্ণবাবুর স্ত্রী শিখাদেবী বলেন, সকাল থেকেই মোবাইল বন্ধ, বাইক বাড়িতেই, দীর্ঘক্ষণ দেখা নেই, খোঁজ করেও পাওয়া যায়নি l শেষে এই দুঃসংবাদ পেলাম পাড়ার ছেলেদের মুখে, এই শোক সামলাই কি করে ?' স্থানীয় মালঞ্চ রেলগেটের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে বিষ্ণু, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা l খবর পেয়ে রেললাইনের ধারে ছুটে গেছেন পরিবারের সবাই l স্থানীয় যুবক তথা বিষ্ণুর ছোটবেলার বন্ধু সুরজিৎ মিত্র বলেন, 'ভাগ্নি মনীষা কিছুদিন আগেই শ্বশুরবাড়ির লোকদের অত্যাচারে মারা গেছে, প্রশাসনিকভাবে তার এখনো কিনারা হয়নি ,পলাতকরা পুলিশের খাতায় নিখোঁজ l সবকিছু মিলিয়ে মনীষার মৃত্যু মেনেই নিতে পারেনি বিষ্ণু, কয়েকদিন ধরেই বড্ড অন্যমনস্ক দেখাচ্ছিল, খাওয়াদাওয়াও প্রায় ছেড়ে দিয়েছিল শুনলাম, স্ত্রী তিনটে ছোট ছোট বাচ্চা আর এতবড়ো ব্যবসা রেখে কি করে চলে যেতে পারল ও ? ' গভীর শোকের ছায়া গোটা এলাকায় l নৈহাটী জিআরপি দেহ উদ্ধারে আসছে বলে খবর মিলেছে l
No comments