ব্রেকিং নিউজ

তিরুপতি থেকে সোনা জিতে ফিরছে হালিশহরের মৌমিতা

সাতদিনের সমাচারঃজাতীয় আন্ত : জেলা জুনিয়ার অ্যাথলেটিক মিটে তিরুপতি থেকে সোনা জিতে ফিরছে হালিশহরের মেয়ে মৌমিতা রায়৷ অন্ধপ্রদেশের তিরুপতিতে তিনদিন ব্যাপী ১৭তম জাতীয় আন্তঃজেলা জুনিয়ার অথ্যালেটিক মিট-২০১৯, যেখানে প্রথম দুদিন বাংলার খেলোয়াড়দের পদক প্রাপ্তিতে ছিল খরা, কিন্তু শেষ দিন  সোমবার শুরু থেকেই বাংলার ঝুলিতে আসতে শুরু করে পদক৷ প্রথমেই অনূর্ধ্ব-১৬ বিভাগের ১০০০ মিটার দৌড় প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করে সোনা জিতে নিয়েছে কাঁচরাপাড়া অ্যাথলেটিক কোচিং সেন্টারের কৃতি খেলোয়াড় মৌমিতা রায়৷ এদিন সন্ধ্যায় দূরভাষে মৌমিতা তাঁর ফলের জন্য 'খুশি' বলেই  জানিয়েছে ৷ পাশাপাশি রাতের ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে বলেও  জানিয়েছে সে ৷ এদিকে কাঁচরাপাড়া অ্যাথলেটিক  কোচিং সেন্টারের কোচ সুনীল মন্ডল তাঁর ছাত্রীর সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন৷ মৌমিতা সহ বাংলার সফল অ্যাথলেট ও তাঁদের প্রশিক্ষকদের সকলকেই শুভেচ্ছা জানিয়ে আরও উন্নতির কামনা করেছেন রাজ্য ক্রীড়াকর্তা আশিষ সেনগুপ্ত৷ তিনি জানিয়েছেন,শেষমেষ এই প্রতিযোগিতার অন্তিমদিনে বাংলার ঝুলিতে যেকটি পদক এসেছে তা মূলত উত্তর ২৪পরগনার অ্যাথলেটদের  দৌলতে ৷ কাঁচরাপাড়া অ্যাথলেটিক কোচিং সেন্টারের মৌমিতা ছাড়া বাকি দুজনের মধ্য একজন হল সোদপুর এসিসি'র'মোহর মুখার্জী ৷ প্রশিক্ষক রুদ্র প্রতিম রায়ের কৃতি ছাত্রী মোহর মুখার্জী অনূর্ধ্ব-১৪ বিভাগে সোনা জিতেছে ৷ আর বেলঘরিয়া এসি'র' ঐশী  বিশ্বাস লং জাম্পে ব্রোঞ্জ পেয়েছে অনূর্ধ্ব-১৪ বিভাগে৷

No comments