ব্রেকিং নিউজ

সমাচার সাতদিনের অন্তর্তদন্ত কিস্তি ১ *স্বামী সহ গ্রেপ্তার মৃতা মনীষার ননদ পিঙ্কি মুখার্জী*۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔

সাতদিনের সমাচার : গোপন সূত্রে মেলা খবরে অবশেষে বীরভূমের নানুর থেকে পুলিশ মনীষা মৃত্যু রহস্যে অভিযুক্ত মনীষার ননদ পিঙ্কি মুখার্জী এবং তার স্বামী রাজীব মুখার্জীকে গ্রেপ্তার করে l বিশেষ সূত্রের খবর, মধ্যমগ্রাম, তারকেশ্বর সহ বিভিন্ন স্থানে দিন দশেক ধরে আত্মগোপন করে থাকার পর অবশেষে বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত কীর্ণাহারের দেবনাথ সরণির জনৈক শঙ্কর দত্তর বাড়ি থেকে পুলিশ মুখার্জী দম্পতিকে গ্রেপ্তার করে এবং গতকাল রাতেই তাদের চাকদহ থানার উদ্দেশ্যে রওনা করা হয় পুলিশি ঘেরাটোপে l আরও জানা গেছে, ধৃত পিঙ্কি এবং তার রেলকর্মী স্বামী ইতিমধ্যেই আদালতে আগাম জামিনের আবেদন করেছিল, কিন্তু তার আগেই পলাতকদের গ্রেপ্তার করার বিষয়টি পুলিশের একটি বড়সর সাফল্য বলেই মনে করছে স্থানীয় মহল l আজ ধৃতদের কল্যাণী আদালতে পেশ করা হবে বলে জানা গেছে l এদিকে মনীষার ছোটমামা বিষ্ণু দাসের আত্মহত্যা অনেক প্রশ্ন তুলে দিয়ে গেছে l উত্তর পেতে নজর রাখুন সমাচার সাতদিনের পর্দায় ۔۔

No comments