ব্রেকিং নিউজ

সাফাইকর্মীদের আন্দোলন ঘিরে উত্তেজনা :পুলিশের লাঠিচার্জ হালিশহরে

সাতদিনের সমাচার : অস্থায়ী সাফাই কর্মীদের আন্দোলনকে ঘিরে উত্তেজনা হালিশহর পুরসভা চত্বরে!স্থায়ীকরেনের দাবিতে শনিবার সকালে হালিশহর পুরসভার অস্থায়ী সাফাই কাজ বন্ধ রেখে পুরসভার মূল গেট তালা বন্ধ করে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা l বেলা বাড়তে পুরসভার এক প্রতিনিধি এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন, কিন্তু বিক্ষোভকারীরা তাকে গুরুত্ব না দিয়ে বালতি ভর্তি ময়লা পুরসভার চত্বরে এনে বিক্ষোভ দেখাতে থাকে!সাফাই কর্মীদের বিক্ষোভের জেরে স্তব্ধ হয়ে যায় পুরসভার কাজকর্ম!তাদের অভিযোগ,দীর্ঘবছর কাজ করেও স্থায়ীকরণ হচ্ছে না!পুরপ্রধানকে আমরা বহুবার  জানিয়েছি কিন্তু কাজ হয়ে নি! অথচ বাইরে থেকে কর্মী নিয়োগ করে স্থায়ীকরণ হয়ে যাচ্ছে!তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে কাজ করা কর্মীদের স্থায়ীকরণ করতে হবে এবং সরকারী নিয়ম অনুযায়ী দৈনিক মজুরি দিতে হবে l উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ!জোর করে পুরসভাতে ঢুকতে গিয়ে বিক্ষোভকারীদের সাথে ধস্তাধস্তি বেধে যায় পুলিশের!এরপর লাঠি উঁচিয়ে পুরসভা চত্বর থেকে  বিক্ষোভকারীদের হটিয়ে  দেয় পুলিশ, তাতে ক্ষোভে ফেটে পড়েন সাফাই কর্মীরা l তারা প্রতিবাদ জানিয়ে পুরসভার সামনে ঘোষপাড়া রোডে ওপর বসে পড়েন l সেই সময় বিক্ষোভকারীদের মধ্যে থেকে বালতি বালতি ময়লা ছিটিয়ে দেওয়া হয়!এরপরেই পুলিশ লাঠি চালায় সাফাই কর্মীদের ওপর l এই ঘটনায় পুলিশ কয়েজনকে আটক করে থানায় নিয়ে যায় l  পুরপ্রধান অংশুমান রায় অভিযোগের সুরে বলেন,'সাফাই কর্মীরা হচ্ছে হালিশহরের প্রাণ!এদের জন্যে হালিশহর প্রথম স্থান পেয়েছিল l আসলে রাজনৈতিক চক্রান্ত করে হালিশহর পুরসভাকে অচল করার চেষ্টা করা হচ্ছে!পশ্চিমবাংলায় বিজেপির মাটি যত আলগা হচ্ছে,তত বিক্ষোভ গুলি হচ্ছে একের পর এক পুরসভাতে l তিনি পুরসভার উপ-পুরপ্রধান তথা বিজেপির নেতা দেবাশিস দত্তকে আক্রমণ করে বললেন, 'কুখ্যাত রাজা দত্ত,যার বিরুদ্ধে পুকুর ভরাট থেকে শুরু করে বেআইনি জমি বিক্রি করা এমনকি চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ আছে ওর বিরুদ্ধে !সেই রাজা দত্তকে তৃণমূলে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, সেই কারণে পুরসভায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে, কেননা বিজেপিতে রাজা দত্ত'র অবস্থা খুব খারাপ l' পুরপ্রধান আরও বলেন,বিজেপির কোনো ভবিষৎ নেই তিনি বুঝতে পারছেন!তাই তিনি তৃণমূলে ফেরার চেষ্টা করছেন l' এ ব্যাপারে আন্দোলনকারী জয়কিষন বাঁশফোড়কে কাজ থেকে সাসপেন্ড করা হয়েছে বলেও  সাফ জানিয়ে দেন পুরপ্রধান l এদিকে দেবাশিস দত্ত তার তৃণমূলে ফেরার বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেন, 'ভিত্তিহীন অভিযোগ, আসলে অযোগ্য পুরপ্রধান,তিনি মানুষের জন্য কাজ করেন না l টিকিট পেতেই তৃণমূলে এসেছিলেন l' উপপুরপ্রধান আরও বলেন, কাউকে সরাসরি সাসপেন্ড করা যায় না!প্রথমে শোকজ করতে হয়, সেটাই উনি জানেনা l '

No comments