ব্রেকিং নিউজ

ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের ফাঁসির দাবিতে মোমবাতি মিছিল বারাকপুরে

সাতদিনের সমাচার : হায়দ্রাবাদে  তরুণী পশু চিকিসৎসক'কে গণধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে হত্যার প্রতিবাদে মোমবাতি মিছিল বারাকপুরে l রবিবার বিকেলে তৃণমূল যুবনেতা সম্রাট তপাদারের নেতৃত্বে  বারাকপুর স্টেশন থেকে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয় l মোমবাতি হাতে মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো l মিছিলটি বারাকপুর স্টেশন থেকে শুরু হয় গোটা এলাকা পরিক্রমা করে গান্ধী মূর্তির পাদদেশে এসে মোমবাতি জ্বালিয়ে শেষ হয়! মিছিল থেকে তরুণী পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডি খুনের ঘটনায় জড়িত অভিযুক্তদের ফাঁসির দাবি তোলা হয়, মিছিলে উপস্থিত ছিলেন, তীর্থ ভৌমিক,সূর্য নায়ক, কাজল দে, শম্পা নন্দী, বিজয় হালদার, সুদীপ রায় প্রমুখ!

No comments