ব্রেকিং নিউজ

চলন্ত ট্রেনে মোবাইল ছিনিয়ে যুবককে ধাক্কা

সাতদিনের সমাচার : মোবাইল ছিনিয়ে নিয়ে যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিল দুষ্কৃতীরা ৷ গুরুতর আহত অবস্থায় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিত্‌সাধীন ওই  যাত্রী৷ সোমবার ঘটনাটি ঘটেছে নৈহাটি-গরিফা স্টেশনে ১নম্বর পুলের কাছে৷ আহত যাত্রীর নাম সৌরভ মাঝি৷ তাঁর বাড়ি আসনসোল বানপুর এলাকায়৷ তিনি ইলেকট্রিক এক্সপার্ট ৷ জানা গিয়েছে, সৌরভ কয়েকদিন আগে এক আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলেন৷ এদিন তিনি নৈহাটি স্টেশন থেকে আপ বালিয়া এক্সপ্রেস চেপে বাড়ি ফিরছিলেন ৷ সৌরভ বলেন,ট্রেন নৈহাটি স্টেশন ছেড়ে গরিফা স্টেশনে দিকে যাওয়ার পথ এক ব্যক্তি আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে আমাকে লাইনের ওপর ফেলে দিয়ে ট্রেনের উল্টদিকের গেট দিয়ে পালিয়ে যায় ৷ তিনি আরও বলেন,স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন৷ সৌরভবাবুর মাথায় মুখে,পায়ে
আঘাত লেগেছে ৷ স্থানীয় শিবপ্রসাদ দাস বলেন, একজন যুবক রক্তাত অবস্থায় পড়ে আছে  দেখে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি ৷ মোবাইল ফোন ছিনতাইয়ের জন্য  মানুষকে মেরে ফেলতেও দু'বার ভাবছে না দুষ্কৃতীরা !

No comments