মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা হোক : মালদা কোর্টে জামিন পেয়ে দাবি করলেন মুকুল রায়
সাতদিনের সমাচার : মালদার মানিকচক-এ লোকসভা নির্বাচনের সময় একটি গোলমালকে কেন্দ্র করে বিজেপি নেতা মুকুল রায় সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করা হয়। এতে মুকুল রায়ের বিরুদ্ধে অন্যান্য ধারার সাথে ছিল জামিন অযোগ্য ধারাও। সে কারণেই গতকাল মালদা কোর্টে আত্মসমর্পণ করতে গিয়েছিলেন মুকুল, তাঁর কৌঁসুলিদের দাবিমতো তিনি জামিনও পেয়ে যান। এরপরই আদালত থেকে বেরোবার মুখে সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেন, 'আমার বিরুদ্ধে যত মামলা আছে আমি পুলিশকে সহযোগিতা করব। যদিও এর মধ্যে সবই মিথ্যা মামলা। কিন্তু যাঁরা এই মামলা করছেন, সেই সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামেই তো বারাসাত কোর্টে ৩০২ ধারায় জামিন অযোগ্য মামলা রয়েছে। অবিলম্বে তাঁকেও গ্রেফতার করা হোক এবং সেই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হোক।'
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'পুলিশের কী দোষ! তাঁরা চাকরি বাঁচাতে সরকারের নির্দেশে কাজ করতে বাধ্য হচ্ছেন। বিরোধীদলের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে প্রশাসনকে বাধ্য করা হচ্ছে বিরোধীদের অসুবিধায় ফেলতে।' প্রসঙ্গত মুকুল রায়ের জেলা উত্তর ২৪ পরগণায় পরপর সবকটি পুরসভা তৃণমূল পুনরায় দখল করার পরও তিনি বলেছিলেন, তৃণমূল কংগ্রেস বন্দুকের নল ধরে, প্রশাসনকে দিয়ে ভয় দেখিয়ে বিজেপি কাউন্সিলরদের দলে ফেরাচ্ছে বলে তাঁর কাছে অভিযোগ করেছেন বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া অধিকাংশ নিরুপায় জনপ্রতিনিধিই। ওদেরও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ ।
No comments