প্রয়াত অঞ্জন মিত্র : শোকার্ত মোহনবাগানের 'ঘরের ছেলে' সংগ্রামের শেষ শ্রদ্ধা
সাতদিনের সমাচার : আজ ভোররাতে প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। ৮১ বছরের অঞ্জন মিত্র সম্প্রতি দলের কাছে বিতর্কিত হয়ে উঠেছিলেন। তাঁর জমানায় মোহনবাগান ক্লাবের কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত সকলের যেমন প্রশংসা পেয়েছিল, তেমনি কিছু সিদ্ধান্তে অখুশি ছিলেন ক্লাবের কর্মকর্তা থেকে খেলোয়াড়-ভক্তরাও। দীর্ঘদিন ক্লাবের যাবতীয় সিদ্ধান্ত তিন বন্ধু টুটু বসু'র সঙ্গে মিলিত হয়ে নিতেন। কিন্তু শেষ দিকে সেই টুটুর সঙ্গেই তিনি বিরোধে জড়িয়ে ছিলেন। এক বছর আগেই এই টুটুর সঙ্গে ক্লাব কর্মকর্তা হবার লড়াইয়ে পরাজিত হবার পর ক্লাবে আসা বন্ধই করে দিয়েছিলেন অঞ্জন মিত্র। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, আজ দুপুরে মোহনবাগান ক্লাবে তার মরদেহ আনা হয়। যেখানে উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান কর্মকর্তা থেকে অতীতের কর্মকর্তারাও এমনকি ক্লাবের বহু বর্তমান ও অতীতের দিকপাল খেলোয়াড়েরা এবং যথারীতি সমর্থকদের একাংশ।
আজ সকালে এক সাক্ষাৎকারে মোহনবাগানের ঘরের ছেলে তথা ভারতীয় ফুটবল দলের অধিনায়ক গোলরক্ষক সংগ্রাম মুখার্জি প্রয়াত অঞ্জনবাবুর স্মৃতিচারণ করে বলেন, 'অঞ্জনদা'র আমলেই আমি মোহনবাগান ক্লাবে যোগ দিয়েছিলাম এবং তার সহযোগিতায় ক্লাবের বহু কর্মকাণ্ডের সঙ্গেও আমার যোগসূত্র তৈরী হয়। আজ ওনার শোক যাত্রায় শামিল হতে কলকাতা যাচ্ছি। অঞ্জনদার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। প্রসঙ্গত, আজ সকালে খবর পাওয়ার পরে মোহনবাগান ক্লাবের বহুদিনের সদস্য কাঁচরাপাড়ার জয়ন্ত বিশ্বাস জানিয়েছেন, তিনিও অঞ্জন মিত্রের প্রয়াণে গভীরভাবে শোকাহত। তিনিও অঞ্জন মিত্রের শেষ যাত্রায় শ্রদ্ধাঞ্জলি জানাতে ইচ্ছে প্রকাশ করেছেন ।
No comments