পাল্লা ভারী তৃণমূলের : ভাটপাড়া পুরসভার দখল সময়ের অপেক্ষা
সাতদিনের সমাচার : ভাটপাড়া পুরসভার দখল নেয়া তৃণমূলের কাছে এখন শুধু সময়ের অপেক্ষা l তৃণমূল ইতিমধ্যেই দাবী করছে এই মুহূর্তে তাদের হাতে ১৭জন কাউন্সিলর । আগে ছিল ৫ জন, আজ পুরমন্ত্রী ফিরাদ হাকিমের হাত ধরে ১২ জন কাউন্সিলর তৃণমূল শিবিরে ফিরে এসেছে সুতরাং পাল্লা ভারী তাদের দিকেই। যদিও বিজেপির দাবি, ভাটপাড়া পুরোবোর্ড বিজেপির দখলেই থাকবে।
প্রসঙ্গত, ভাটপাড়া পুরসভার মোট আসন ৩৫ টি। লোকসভা ভোটের আগে ৩৩ টি আসনই তৃণমূলের ছিল। লোকসভা ভোটের পর অর্জুন সিং সাংসদ হবার পর ৬ জন কাউন্সিলর বাদে বাকি সবাই যোগদান করে। আজ ফের ১২ জন বিজেপি কাউন্সিলর ঘর ওয়াপসি করেন অর্থাৎ সেই পুরোনো দল তৃণমূলেই ফিরে যান। সুতরাং এখন ভাটপাড়া পুরসভারর দখল নেওয়া তৃণমূলের কাছে শুধু সময়ের অপেক্ষা l
No comments