ব্রেকিং নিউজ

বিশেষ সতর্কতা : উত্তর ২৪ পরগণায় আগামী তিন দিন ঝড়-বৃষ্টির ব্যাপক সম্ভাবনা

সাতদিনের সমাচার : শেষ পাওয়া  খবরে জানা গেছে, বেশ শক্তিশালী হয়েই 'বুলবুল' আছড়ে পড়তে চলেছে এ রাজ্যের বুকে। আপাতত খোঁজ নেই 'মহা' নামক ঘূর্ণিঝড়ের। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব রাজ্যের ৪ জেলায় ভালোভাবেই পড়বে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণার সাথে এই জেলাতেও রবিবার থেকে ঝড়ের গতিবেগ একশোর বেশি থাকবে বলেই আবহাওয়াবিদদের ধারণা। গতকাল পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছিল, বৃহস্পতিবার থেকে গতিপথ বদলাবে বুলবুল। তখনও পর্যন্ত খবর ছিল যে বুলবুলের গতিপথ পরিবর্তিত হচ্ছে বাংলাদেশের দিকে। কিন্তু আজকের খবর অনুযায়ী, গতিপথ বিশেষ একটা পরিবর্তন না হওয়ারই সম্ভাবনা বুলবুলের। সেক্ষেত্রে উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া বইবে। সরকারি তরফে উপরোক্ত চার জেলাকে সতর্ক করার পর বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছেন উত্তর ২৪ পরগণা জেলার আধিকারিকরা। এদিকে বুলবুলের গতিপথ এরকমই থাকলে, ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ২৪ পরগণার সর্বত্রই। জেলাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে আগামীকাল থেকেই। রবিবার যা বেড়ে দাঁড়াতে পারে ১১০ কিলোমিটার পর্যন্ত। সূত্রের খবর,  বারবার বুলবুল গতিপথ বদলানোয় আবহাওয়াবিদরা এখনো নিশ্চিত নন যে এই ঝড় পুরোপুরি বাংলাদেশের দিকে ধাবিত হবে। বরং আবহাওয়া দপ্তরের প্রাপ্ত চিত্র অনুযায়ী এই ঝড় ক্রমশ শক্তিশালী হয়েই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে বিশেষত হানা দিতে চলেছে।

No comments