খড়দহে ক্রস কান্ট্রি প্রতিযোগিতা : অনিয়মের অভিযোগ
সাতদিনের সমাচার : সম্প্রতি খড়দহে অনুষ্ঠিত হল ৫২তম ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্রস কান্ট্রি রেস চাম্পিয়নশিপ। খড়দহ পুরসভা ও বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রতিযোগিতা চলে দু'দিনব্যাপী। এই প্রতিযোগিতায় যেমন উন্মাদনা আর অপেক্ষা ছিল, তেমনি অভিযোগও ছিল l বয়স জনিত অংশগ্রহণের বিষয়ে খেলোয়াড়দের বয়:সীমা সর্বভারতীয় সংস্থা নির্দিষ্ট করে দিলেও তা মানা হয়নি বলে অভিযোগ করেছেন খেলোয়াড় থেকে অংশগ্রহণকারী ক্লাবকর্তাদের একাংশ। এদিকে অংশগ্রহণের ক্ষেত্রেও জেলাভিত্তিক যেমন খেলোয়াড়দের অংশগ্রহণ ছিল, তেমনি জেলার ক্লাব হলেও অনেকে শুধুমাত্র ক্লাবের নাম দিয়েই অংশ নিয়েছিলেন। পুরুষ ও মহিলা অনূর্ধ্ব ২০,১৮ ও ১৬ বিভাগের বালক-বালিকাদের আটটি বিভাগের প্রথম ১০ জনকে জয়ী বলে ঘোষণা করা হয়েছ। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, উত্তর ২৪ পরগণার এসিসি'র সায়নদীপ দাস পুরুষ বিভাগে সপ্তম (৮ কিমি), অনূর্ধ্ব ২০ বিভাগে কাঁচরাপাড়া রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের প্রীতিরানী শীল সপ্তম (৬ কিলোমিটার), অনূর্ধ্ব ১৮ বালিকা বিভাগে চার কিলোমিটার এসিসি'র অনন্যা রাজবংশী প্রথম, বালক বিভাগে (৬ কিলোমিটার) বারাকপুর অ্যাথলেটিক ট্রেনিং সেন্টারের বিশ্বজিৎ দেবনাথ তৃতীয় ও একই ক্লাবের অর্পণ সমাদ্দার ষষ্ঠ ও এসিসি'র সায়ন কর্মকার পঞ্চম স্থান লাভ করেছেন। জানা গেছে, উত্তর ২৪ পরগণার নেতাজী সংঘ ঘোলার সাগর আচার্য ও বিশ্ব মোদকও দুটি বিভাগে পঞ্চম স্থান অধিকার করেছেন।
No comments