হালিশহরে পুলিশের সাথে হাতাহাতি : গ্রেপ্তার পাঁচ সাফাইকর্মী
সাতদিনের সমাচার : হালিশহর পুরসভায় পুলিশের সাথে হাতাহাতি,বচসার অভিযোগে পাঁচ সাফাইকর্মীকে গ্রেপ্তার করল বীজপুর থানার পুলিশ!রবিবার ধৃতদের বারাকপুর আদালতে তোলা হয় l ধৃত ব্যক্তিরা হল, শম্ভু বাঁশফোড়, কার্তিক বাঁশফোড়, বিজয় রাজভর, গোবিন্দ ডোম এবং অসীম দাস l উল্লেখ করা যেতে পারে,স্থায়ীকরণের দাবিতে শনিবার সকালে সাফাই কাজ বন্ধ রেখে পুরসভার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান পুরসভার অস্থায়ীকর্মীরা l বেলার দিকে পুরসভার এক প্রতিনিধি এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন,কিন্তু বিক্ষোভকারীরা তাকে আমল না দিয়ে বালতি ভৰ্তি ময়লা পুরসভার চত্বরে এনে বিক্ষোভ দেখাতে থাকেন l সাফাই কর্মীদের বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ হয় যায় পুরসভার অন্যান্য বিভাগের কাজ l তাদের অভিযোগ,দীর্ঘবছর কাজ করেও স্থায়ীকরণ হচ্ছে না!পুরপ্রধানকে বহুবার জানিয়েও কাজ হয় নি!অথচ বাইরে থেকে কর্মী নিয়োগ করে স্থায়ীকরণ হয়ে যাচ্ছে!তাদের দাবি,দীর্ঘদিন কাজ করা কর্মীদের স্থায়ীকরণ করতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী দৈনিক মজুরি দিতে হবে!উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ!জোর করে পুরসভাতে ঢুকতে গিয়ে বিক্ষোভকারীদের সাথে বচসা এবং হাতাহাতি বেধে যায় পুলিশের l এরপর লাঠি উঁচিয়ে পুরসভা চত্বর থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ!তাতেই ক্ষোভে ফেটে পড়েন সাফাইকর্মীরা l তারা পুরসভার সামনে ঘোষপাড়া রোডে বসে প্রতিবাদ জানান, সেসময় বিক্ষোভকারীদের মধ্যে থেকে ময়লা ছিটিয়ে দেওয়া হয়!এরপরেই পুলিশ ব্যাপক লাঠি চালায় সাফাই কর্মীদের ওপর!এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজন'কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়!
No comments