হালিশহরে যুবক খুনে গ্রেফতার দম্পতি
সাতদিনের সমাচার : হালিশহরে যুবক খুনের ঘটনায় শনিবার এক দম্পতিকে গ্রেফতার করল বীজপুর থানার পুলিশ!রবিবার ধৃতদের আদালতে তোলা হবে ! পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম মিলন খাঁ (২০), বাড়ি বর্ধমান জেলার কাঞ্চননগর, রথতলা এলাকায় l সে ব্যান্ডেলে একটি দোকানে কাজ করে l প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে হালিশহর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভাগাড় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ l যেখানে সিমপ্লেক্স কোম্পানির পয়ঃপ্রণালীর কাজ চলছে, সেখানে ৫৪ ফুটের একটি গভীর জলাশয় রয়েছে, স্থানীয় কাকলি দাস বলেন,সেই জলাশয় থেকেই দুর্গন্ধ বেরোচ্ছিল l ওই ভাগাড়ে কর্মরত শ্রমিকরাই মৃতদেহটি জলাশয়ে দেখতে পান l খবর দেওয়া হয় পুলিশে l বীজপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্রেনের সাহায্য মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে!মৃত যুবকের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ!তদন্তে নেমে পুলিশ সোনালী হালদার ও তার স্বামী সৌমিত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় l জেরায় পুলিশ জানতে পারে হালিশহর তেরো নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণ কলোনির বাসিন্দা সোনালী হালদারের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মৃত যুবকের আলাপ এবং তা থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, পুলিশ জানায়, গত ২৪ তারিখ মিলন বর্ধমান থেকে এসে ওদের বাড়িতে ওঠে l পরদিন সৌমিত্র,মিলনকে স্টেশনে ছেড়ে দিয়ে আসে, কিন্তু সে বাড়ি না গিয়ে ফের হালিশহর চলে আসে!পুলিশ জেরায় জানতে পারে, সৌমিত্র মিলনকে অনেক বুঝিয়ে ২৬ তারিখ ব্যান্ডেল স্টেশনে দিয়ে আসে, মিলনের এই বাড়াবাড়ি নিয়ে তার সাথে ফোন ঝগড়া হয় সোনালীর l এরপরই সৌমিত্র মিলনকে ফের ডেকে পাঠায় হেস্তনেস্ত করার জন্য l মিলন আসলে তাকে বাড়ি থেকে একটু দূরে ভাগাড়ের কাছে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে ওই জলাশয়ে ফেলে দেয় ওই দম্পতি!গত শনিবার মিলনের পরিবারের পক্ষ থেকে বীজপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়!অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করে বারাকপুর আদালতে পাঠিয়েছে l
No comments