বামেদের লং মার্চ রবিবার হালিশহরে
সাতদিনের সমাচার: শিক্ষা,শিল্প সহ একাধিক দাবিতে নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে শুরু হাওয়া বামপন্থী শ্রমিক সংগঠনগুলির লং মার্চ রবিবার সকালে হালিশহরে প্রবেশ করবে l কিছুক্ষন বিশ্রামের পর ফের পদযাত্রা শুরু করবেন শ্রমিক,কৃষকদের মতো শ্রমজীবী মানুষরা l ইতিমধ্যে গত শনিবার রাজ্যের চারটি প্রান্ত থেকে শুরু হয়েছে মিছিল, প্রায় দুশো তিরাশি কিলোমিটার দীর্ঘ পথ পরিক্রমা করে ১১ই ডিসেম্বর কলকাতায় এসে শেষ হবে l শুক্রবার সন্ধ্যায় হালিশহর বাগমোড় এরিয়া কমিটির কার্যলয়ে উত্তর 24পরগনা জেলার সিআইটিইউর সদস্য ঠাকুর মুখার্জি সংবাদমাধ্যমকে জানান, রবিবার সকালে কৃষ্ণনগর থেকে শুরু হাওয়া লংমার্চে অংশগ্রহনকারী পদযাত্রীরা বাগমোড়ে আসবেন,আমারা তাদের সম্বর্ধনা দেব, ফের পদযাত্রা শুরু হবে l এদিন কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির সমালোচনা করে বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলিকে বেসরকারিকরণ করে দিচ্ছে!এমনকি রেলও পর্যন্ত বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে!লাভজনক প্রতিষ্ঠানগুলিকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, এর বিরুদ্ধে শ্রমিকদের বিরুদ্ধে পাস হতে চলা শ্রমিক বিরোধী আইন, শ্রমিক শোষণের বিরুদ্ধে,নারী নির্যাতন তথা রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে এই লংমার্চ!রাজ্যসরকারের সমালোচনা করে সিপিএমের এই প্রবীণ নেতা বলেন,'মুখ্যমন্ত্রী প্রতি বছর শিল্প সম্মেলন করছেন অথচ কোথাও এক পয়সাও বিনিয়োগ হয়নি!কোনও নতুন শিল্প,কারখানা হয়নি ৮ বছরে আমাদের রাজের মুখ্যমন্ত্রী একটি কারখানারও ফিতে কেটে উদ্বোধন করতে পারেননি!অথচ প্রতি বছর কোটি-কোটি টাকা খরচ করে শিল্পমেলা করে বেড়াচ্ছেন!খেলা-মেলা আর পুজোর সময় ক্লাবগুলিকে টাকা দিচ্ছেন!কিন্তু আসল উন্নয়ন shunyo এর বিরুদ্ধেই লংমার্চ!বর্তমানে জ্বলন্ত সমস্যা, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গ তুলে ধরে বলেন,নিত্য জিনিসের দাম আকাশ ছোয়া!নাজেহাল সাধারণ মানুষ, 150 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে! মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের কোনও দায়দায়িত্ব নেই ? মূল্যবৃদ্ধি প্রতিরোধে রাজ্য সরকারও কী তার দায়দায়িত্ব এড়িয়ে যেতে পারে? বামপন্থীরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করছেন l লংমার্চের সাফল্যর প্রশ্নের জবাবে পুরনো স্মৃতি উত্থাপন করে বলেন,মহারাষ্ট্রে কৃষকের লংমার্চ ব্যর্থ হয়ে নি, বামপন্থীদের লংমার্চের সাফল্যকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও স্বীকার করেছিলেন, লংমার্চের মাধ্যমে আমরা সরকারকে হুঁশিয়ারি দিতে চাই আমরা l'সরকারকে ধাক্কা দেওয়া লংমার্চে স্তব্ধ হবে কলকাতার রাজপথ আগামী 11ই ডিসেম্বর l
No comments