ব্রেকিং নিউজ

*কচ্ছপ সহ গ্রেপ্তার*

সাতদিনের সমাচার : দু'বস্তা জ্যান্ত কচ্ছপ সমেত এক ব্যক্তি'কে গ্রেপ্তার করল রেল পুলিশ l ঘটনাটি ঘটেছে শিয়ালদা  মেইন লাইন শাখার ইছাপুর স্টেশনে l ধৃত ব্যক্তির নাম জৈন কুমার l বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর এলাকায় l জানা গেছে, এদিন সকালে নৈহাটী-মাঝেরহাট ট্রেনে বস্তাগুলি নজরে আসে, যাত্রীরাই বারাকপুর রেল পুলিশকে বিষয়টি জানায়!আরপিএফের একটি দল ঘটনাস্থলে আসে, দুটি বস্তা থেকে ৬০টি জ্যান্ত কচ্ছপ সমেত ওই ব্যক্তিকে পাকড়াও করে থানায় নিয়ে যায়, ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে সুলতানপুর থেকে বিভিন্ন প্যাসেঞ্জের ট্রেনে চেপে এখানে এসেছে ওই ব্যক্তি!গ্রাম এলাকায় বিক্রি করার উদ্দেশ্যেই আনা হয়েছে ওই কচ্ছপগুলি l পুলিশ আরও জানিয়েছে,দিনের বেলায় বিষয়টি ভিজিলেন্স কর্মীদের নজরে আসে l তারাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে জানতে পেরে ট্রেন থেকে নামিয়ে নেন l বিলুপ্ত প্রজাতির কচ্ছপগুলিকে ব্যারাকপুর বনদপ্তরে হাতে তুলে দেওয়া হয়েছে l ধৃতের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে l

No comments