প্রয়াত সিপিএম নেতার স্মরণসভা হালিশহরে
সাতদিনের সমাচার : প্রায়ত প্রবীণ সিপিএম নেতা সুশীল ঘোষাল চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হল শুক্রবার সন্ধ্যায় কাঁচরাপাড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দের উদ্যোগে হালিশহর চৌমাথা বাজার এলাকায় l আজীবন সিপিএমের একনিষ্ঠ কর্মী তথা ধীরস্থির,শান্ত স্বভাবের প্রয়াত নেতা সুশীল ঘোষাল চৌধুরীকে দলমত নির্বিশেষে মানুষ শ্রদ্ধার চোখে দেখতেন, এদিন তাঁর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান পার্টির নেতা কর্মী থেকে শুরু করে বহু সাধারণ মানুষ তথা বিভিন্ন গণ সংগঠনের কর্মীরা l এমনকি এলাকার জাতীয় কংগ্রেসর নেতা-কর্মীরাও সুশীলবাবুকে শ্রদ্ধা জানান l প্রসঙ্গত,সুশীল ঘোষাল চৌধুরী পার্টির সর্বক্ষণের কর্মী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন,তেমনি এতদাঞ্চলের দলের সম্পাদক হয়ে দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছেন!জানা গিয়েছে,তাঁর পিতা শ্রীনাথ ঘোষাল চৌধুরী এবং মাতা সুহাসিনী ঘোষাল চৌধুরীর এক মাত্র সন্তান সুশীল ঘোষাল চৌধুরী ১৯৩৮ সালে বাংলাদেশের ফরিদপুরে জন্মেছিলেন, ওপার বাংলা থেকে কলকাতার বেলেঘাটায় তাঁর ছাত্রজীবন কাটে, এরপর বারাকপুর তারপর কাঁচরাপাড়া ২৪
নম্বর ওয়ার্ডের (হালিশহর) বাসিন্দা হয়ে আমৃত্যু বসবাস করেছেন স্ত্রী-সন্তানসহ I বামপন্থী আন্দোলনের সাথে খুব কম বয়সেই যুক্ত হয়েছিলেন তিনি ১৯৫৯ সালে খাদ্য আন্দোলনে অংশ নিয়ে দমদম সেন্ট্রাল জেলে বন্দিও ছিলেন মাসখানেক l ১৯৬৫ সালে পার্টির সদস্যপদ অর্জন করেন I ৬৮সালে পূর্বতন ২০নম্বর ওয়ার্ড থেকে কাঁচরাপাড়া পুরসভা'তে দলের প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়ে পৌরপর্ষদ হয়েছিলেন, ১৯৭১সালে বিরোধীদলের হাতে আক্রান্ত হওয়ার কারণে তিনি বেশ কিছুদিন দিল্লিতে বসবাস করেছেন বলে জানা যায় l প্রয়াত নেতার কর্মজীবন কেটেছে কল্যাণী সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়ায় l এরপর চাকুরী ছেড়ে দিয়ে পার্টির সর্বক্ষনের কর্মী হিসেবে কাজ শুরু করেন ল ১৯৮৩ সাল থেকে তিনি সিপিএমের কাঁচরাপাড়া আঞ্চলিক কমিটির দায়িত্বভার পালন করে এসেছেন lপার্টির জোনাল কমিটি গঠনের সময় থেকেই ব্যারাকপুর-১জোনাল কমিটির সদস্য হয়েছিলেন!পরবর্তীতে কাঁচরাপাড়া ২৪নম্বর ওয়ার্ড থেকে পৌরপর্ষদ হিসেবে নির্বাচিত হয়ে দীর্ঘ ২৭বছর সেই দায়িত্ব পালন করেছেন নির্দ্বিধায় !বীজপুরে উদ্বাস্তু শ্রমজীবী আন্দোলনে তাঁর যেমন ভূমিকা ছিল,তেমনি এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতে তাঁর অবদান ছিল অগ্রগণ্য l বীজপুরে বিড়ি শ্রমিক,হকার্স সংগঠন গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তিনি l চলতি বছরের ২৩ নভেম্বর শনিবার তিনি শান্তির প্রদেশে বিদায় নেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল-৮১ লড়াকু এই নেতার প্রয়ানে শোকার্ত এলাকার বামপন্থী রাজনীতি l এদিন সভায় উপস্থিত ছিলেন, প্রবীণ নেতা নারায়ণ চক্রবর্তী,প্রয়াত সুশীল ঘোষাল চৌধুরীর কর্মজীবনের সঙ্গী তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী শান্তি রঞ্জন দাস,রেল শ্রমিক সংগঠন ইআরএমইউর প্রাক্তন নেতা শুভেন্দু মুখার্জী,হালিশহর পুরসভার প্রাক্তন দুই পুরপ্রধান দীনবন্ধু পাল ও রবীন্দ্রনাথ মুখার্জী সহ শম্ভু চ্যাটার্জী তথা বারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদার l
No comments