ব্রেকিং নিউজ

আবারও ভাঙ্গন বিজেপিতে : চুটিয়ে খেলছেন সুবোধ

সাতদিনের সমাচার : তৃণমূলের জেলা সম্পাদক হওয়ার পর থেকে সুপ্রিমোর প্রত্যাশা মতো তিনি যেমন একের পর এক ড্যামেজ কন্ট্রোল করে গেছেন, তেমনি বিজেপির হাত থেকে উদ্ধার করেছেন একেরপর এক পুরসভাও l লোকসভা নির্বাচন পরবর্তীতে তৃণমূলের সামগ্রিক পরিস্থিতি রাজ্যের তথা এই জেলার মানুষ উপলব্ধি করেছিলেন কিন্তু আজ পায়ের তলায় মাটি ফের শক্ত হচ্ছে তৃণমূলের, বিশেষ করে উত্তর ২৪ পরগনা বুকে l কেননা দলের জেলা সম্পাদক দোর্দণ্ডপ্রতাপ সুবোধ l সুবোধ অধিকারী !! যার হাত ধরে গেরুয়া শিবির ছেড়ে ঘর ওয়াপসি করছেন তৃণমূলের একাধিক নেতা-কর্মীরা l মঙ্গলবার  সন্ধ্যায় নৈহাটী  6 নম্বর বিজয়নগর এলাকায় নৈহাটী যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এনআরসি বিরোধী এক সভায় স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিক এবং সুবোধ অধিকারীর হাতধরে এক হাজার কর্মী সমর্থক নিয়ে  ঘাসফুল শিবিরে যোগদান করলেন বিষ্ণু অধিকারী!পেলেন পুরস্কারও!এদিন বিষ্ণু অধিকারীর হাতে এই অঞ্চলের হকার্সদের দায়িত্ব তুলে দিলেন বিধায়ক পার্থ ভৌমিক l বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর বিষ্ণুবাবু বলেন,বিজেপিতে কোনো কাজের সুযোগ নেই, নিজেদের মধ্যে ভেদাভেদ,অশান্ত পরিবেশ!যেই দলের সভানেত্রী নিরাপদ নয়, সেই দলের কর্মীরা কি ভাবে নিরাপদ থাকবে ? বিজেপি দলে মানুষের জন্য কোনও কাজ নেই!শুধু অশান্তি আর জয় শ্রীরাম,ওখানে গিয়ে বুঝেছি! তিনি আরও বলেন,বিভ্রান্তি,মতিভ্রম হয়েছিলো তাই ওই দলে গিয়ে ছিলাম l আমার নেতা পার্থ ভৌমিক, তিনি আমায় যে দায়িত্ব দেবেন,আমি তা পালন করব l নিজেকে শুদ্ধ করার মধ্যে দিয়ে l' সুবোধ অধিকারী বলেন, '২৩ মে-র পর থেকে যে অত্যাচার শুরু হয়েছিল তা বারাকপুর অঞ্চলের মানুষ দেখেছে! তাই ভুল বুঝতে পেরে আমাদের কর্মীরা ফের তৃণমূলে ফিরে আসছে l বিষ্ণু আমার প্রিয় ছেলে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে l' এই যোগদান কে আমল দিতে নারাজ নৈহাটীর বিজেপি নেতা সুব্রত দাস l তিনি বলেন, ২৩  মে-র পর যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিল তারা পিঠ বাঁচানোর জন্য এসেছিল!যেহেতু বিজেপিতে কোনো ইনকাম বা ধান্দা তারা করতে পারেনি তাই তারা পুরোনো দলেই ফিরে গেছে,দল থেকে বেনোজল বেরিয়ে যাওয়াই ভাল l এতে দলে কোনও প্রভাব পড়বে না l আবার পার্থ ভৌমিক বলেন, 'যারা বিজেপি করছেন তাঁরা মন দিয়ে বিজেপি করুন l রাজনৈতিক ভাবে তৃণমূলের বিরোধিতা করুন l আপনাদের নিরাপত্তার দেবার  দায়িত্ব তৃণমূল কংগ্রেসের l'

No comments