ব্রেকিং নিউজ

টেবিল টেনিস প্রশিক্ষণ শিবির কাঁচরাপাড়ায়

সাতদিনের সমাচার : বিনা পারিশ্রমিকে টেবিল টেনিস প্রশিক্ষণ শিবির তাও আবার কাঁচরাপাড়াতে l নেতাজি সুভাষ পথ এক্স অ্যালুমনি ক্লাবের উদ্যোগে আগামী বছর ১জানুয়ারী থেকে শুরু হতে চলছে এক মাস ব্যাপী বিনা ব্যয়ে টেবিল টেনিস প্রশিক্ষণ শিবির l ক্লাব সম্পাদক কালী রায় বলেন,আমরা প্রতি বছর শীতকালীন ফ্রি টেবিল টেনিস কোচিং ক্যাম্প করে থাকি l কাঁচরাপাড়াতে খেলার মান বাড়াতে ৫ থেকে ১২ বছরের ছেলে-মেয়েদের বিনা পারিশ্রমিকে  কোচিং ক্যাম্প করি l শিবিরে হাজির থাকেন দক্ষ প্রশিক্ষকরা l

No comments