ব্রেকিং নিউজ

ভাঙা পাঁচিল চাপা পড়ে হতাহত

সাতদিনের সমাচার: জরাজীর্ণ পাঁচিল ভেঙে তারই নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির,গুরুতর আহত হয়েছেন আরও তিন জন l মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কাঁকিনাড়া ঘোষপাড়া রোড আর্য সমাজ এলাকায় l মৃত ব্যক্তির নাম নূর আলম(48) বাড়ি বজবজ এলাকায় l আহতরা হলেন, মুন্না যাদব,অজিত সাউ, এবং আর এক ব্যক্তির পরিচয় জানা যায়নি  l পেশায় ট্রাক চালক মৃত নূর আলম কাঁকিনাড়ায় গ্যাস সিলিন্ডার ডেলিভারি করতে এসেছিলেন l জানা গেছে,এদিন সকালে গ্যাসের গোডাউনের সামনে বসে চা খাচ্ছিলেন ওরা,  সে সময় ঘোষপাড়া রোডের ধারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কাঁকিনাড়া পেপার মিলের জরাজীর্ণ পাঁচিলের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ! ভেঙে পড়া পাঁচিলের তলায় চাপা পড়ে যান চারজন l ঘটনাস্থলে ছুটে আসা  এলাকাবাসীরাই উদ্ধারে লেগে পড়েন l খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার পুলিশ,এবং দমকলের একটি ইঞ্জিন l আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে, সেখানে নূর আলম'কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা l বাকিদের শারীরিক অবস্থা সংকটজন হাওয়ায় তাদের  স্থানান্তরিত করা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে l ভগ্নদশা পেপার মিলের পাঁচিলের ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে l স্থানীয় কাউন্সিলর সোহম চৌধুরী বলেন,আজকেই পেপার মিল মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে!খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং তিনি বলেন,খুবি দুঃখজনক ঘটনা , তবে আমরা মিল কর্তৃপক্ষকে বলবো মিলের পাঁচিলকে ভেঙে আবার নতুন করে তৈরি করা হোক, যাতে এই ধরনের ঘটনা না ঘটে l তৃণমূল নেতা ধর্মপাল গুপ্ত বলেন,মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে l তিনি দাবি করেন মৃত ব্যক্তির পরিবার কে পাঁচ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে l পাশাপাশি ভগ্নদশা পাঁচিলটিকে মেরামত করতে হবে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় l

No comments