ব্রেকিং নিউজ

শিক্ষা,শিল্পের দাবিতে সিআইটিইউ লং মার্চের সমর্থনে পদযাত্রা কাঁচরাপাড়ায়

সাতদিনের সমাচার:শিক্ষা,শিল্পের দাবিতে শনিবার চিত্তরঞ্জন থেকে শুরু হয়েছে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির লংমার্চ l প্রায় দুশো তিরাশি কিলোমিটার দীর্ঘ পথ পরিক্রমা করে 11 ডিসেম্বর কলকাতায় এসে শেষ হবে এই পদযাত্রা l সিপিআইএমের শ্রমিক সংগঠনের এই লংমার্চের সমর্থনে রবিবার বিকেলে কাঁচরাপাড়া সার্কাস ময়দান থেকে একটি মিছিল শুরু হয়ে ওয়ার্কশপ রোড ধরে গান্ধীমোড় হয়ে কেজিআর পথ ধরে মিলন নগরে শেষ হয় l এদিন কাঁচরাপাড়া পৌর অঞ্চল সমন্বয় কমিটির ডাকে পদযাত্রায় পা মেলান রেল-ব্যাংক সহ বিভিন্ন বামপন্থী শ্রমিক সংগঠনের কয়েকশো শ্রমজীবী মানুষ!কমিটির ভারপ্রাপ্ত নেতা শম্ভু চ্যাটার্জী এক সাক্ষৎকারে তীব্র ভাষায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ভ্রান্ত নীতির সমালোচনা করেন l  রাষ্ট্রায়ত্ত্ব শিল্প বাঁচাও,নতুন শিল্পের দাবি এবং এনআরসির প্রতিবাদে এই পদযাত্রা l মিছিলের আকর্ষণ বাড়াতে ছিল দাবি সম্বলিত ফেস্টুন,রঙ-বেরঙের বেলুন এবং পতাকা l পদযাত্রীদের মধ্যে থাকা প্রবীণ সিপি এম নেতা তথা স্থানীয় পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মেঘরাজ মাল'ও শম্ভু চ্যাটার্জীর মত একই সুরে বলেন,'ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বেসরকারি করণের নীতির ফলে কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে, শ্রমিকরা কাজ হারাচ্ছেন!বন্ধ হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান!এজন্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফুঁসছে সাধারণ মানুষ, তাই এই আন্দোলন আগামী দিনেও চলবে l বিশেষত লংমার্চ যেদিন কলকাতায় শেষ হচ্ছে, সেইদিন বামপন্থী সমস্ত শ্রমিক ঐকবদ্ধভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শ্রমিক বিরোধী কাজের বিরুদ্ধে কলকাতা থেকে স্লোগান তুলবেন l সাধারণ মানুষ নিশ্চিতভাবে তাঁদের এই দাবিকে সমর্থন জানাতে এগিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন!অন্যদিকে এদিনই সিপিএমের কাঁচরাপাড়া এরিয়া কমিটির উদ্যোগে স্টেশন থেকে একই ইস্যুতে পদযাত্রা সামিল হয়েছিল কাঁচরাপাড়া শহর কংগ্রেস, সেবাদল ও শ্রমিক সংগঠনের নেতৃত্ব!উল্লেখযোগ্য হিসাবে উপস্থিত ছিলেন যথারীতি সিপিএমের স্থানীয় নেতৃত্ব  দেবাশিস (ববি)রক্ষিত, দীপক সরকার এবং আইএনটিইউসির রাজ্য কমিটির সদস্য পশুপতি অধিকারী,কংগ্রেস সেবাদল ও কৃষক সংগঠনের নেতা সঞ্জয় মুখার্জী সহ বিকাশ মল্লিক,কৃষাদ্রি বিশ্বাস প্রমুখ!এদিন পদযাত্রাটি আটটি ওয়ার্ড পরিক্রমা করে!

No comments