ব্রেকিং নিউজ

আবারও ভাঙ্গন বিজেপিতে ! নেপথ্যে সেই সুবোধ

সাতদিনের সমাচার : দলের জেলা সম্পাদক হবার পর থেকে সুপ্রিমোর প্রত্যাশা মতো তিনি যেমন একের পর এক ড্যামেজ কন্ট্রোল করে গেছেন, তেমনি বিজেপির হাত থেকে উদ্ধার করেছেন একের পর এক পুরসভাও l লোকসভা নির্বাচন পরবর্তীতে তৃণমূলের সামগ্রিক পরিস্থিতি রাজ্যের তথা এই জেলার মানুষ যা প্রতক্ষ্য করেছিলেন, আজ কিন্তু ফের পায়ের তোলার মাটি শক্ত হচ্ছে তৃণমূলের, সুবোধের হাত ধরেই গেরুয়া শিবির ছেড়ে ঘর ওয়াপসি করছেন তৃণমূলের একাধিক নেতা কর্মীরা l হাওয়ায় গুঞ্জন, খুব তাড়াতাড়ি নাকি মুকুল তনয়  শুভ্রাংশু রায়ও তৃণমূলে ফিরছেন ! ইতিমধ্যেই দলের জেলা সম্পাদক সুবোধ অধিকারীর উপস্থিতিতে নৈহাটিতে বিজেপি'র সক্রিয় ৪০ জন কর্মী তৃণমূলে যোগ দিলেন, এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহাভারতের চরিত্র তুলে বিজেপি নেতা মুকুল রায় এবং সাংসদ অর্জুন সিং'কে চরম কটাক্ষ করে তৃণমূলের কর্মী সমর্থকদের উজ্জীবিত করেছেন সুবোধ l শুধু তাই নয়, সুবোধ কথা দিয়েছেন  ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ২২৫ টি আসন নিয়ে বাংলায় রাজ করবে তৃণমূল l বিধায়ক পার্থ ভৌমিকও অশোক চ্যাটার্জী, ভজন মুখার্জী, শম্ভুনাথ বিশ্বাস, সনৎ দে প্রমুখ'র সামনে  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিভিন্ন প্রকল্পের ভূয়সী প্রশংসার পাশাপাশি কেন্দ্র সরকারের কর্মকান্ডের তীব্র বিরোধিতা করে উপস্থিত কর্মী সমর্থকদের হাততালি কুড়িয়েছেন l

No comments