ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আদিবাসী একাদশ
সমাচার সাতদিন : হালিশহর বাগমোড় নেতাজি সংঘের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কল্যাণী আদিবাসী একাদশ l রবিবার প্রতিযোগিতার ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্ষুদ্র কুটির শিল্পের রাষ্ট্রমন্ত্রী রত্না ঘোষ কর l এছাড়াও উপস্থিত ছিলেন হালিশহর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার,যুব তৃণমূল নেতা সম্রাট তপাদার,স্থানীয় পুরসভার কাউন্সিলর মৃত্যুঞ্জয়(শিবা)দাস, ছিলেন ক্লাব প্রতিষ্ঠাতা প্রাক্তন ডি.এস.পি নরেন চৌধুরী,সভাপতি দীপন দত্ত l জানা গেছে,সাতদিন ব্যাপী এই নক-আউট প্রতিযোগিতায় আটটি দল অংশ নিয়েছিল l নেতাজি সংঘের এই প্রতিযোগিতাকে ঘিরে উন্মাদনার পারদ ছিল চরমে l এদিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কল্যাণী আদিবাসী একাদশ বনাম আদিবাসী স্পোর্টিং ক্লাব l খেলার নির্ধারিত সময় দুই-এক গোলের ফলাফলে আদিবাসী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয় আদিবাসী একাদশ l বিজয়ী দলের খেলোয়াড় ইমরান জয়সূচক গোল করে দল'কে জিতিয়ে মাঠ ছাড়েন l
বিজয়ীদল কে ট্রফি ও নগদ দশ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয়, আবার প্রতিযোগিতার রানার্স টিমের হাতে ট্রফি ও নগদ সাত হাজার টাকার পুরস্কার তুলে দেয়া হয় ক্লাবের পক্ষ থেকে l এদিকে ইমরানও পৃথকভাবে পুরস্কৃত হন l
No comments