ব্রেকিং নিউজ

মধুচক্র : হোটেল মালিক সহ গ্রেপ্তার একদল কলেজছাত্রী !

সাতদিনের সমাচার : কল্যাণীএক্সপ্রেস ওয়ের ধারের হোটেল এবং বার কাম রেস্টুরেন্ট গুলোতে রমরমিয়ে চলছে মধুচক্র সহ বিভিন্ন অসামাজিক কাজকর্ম  । অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই, সেই অভিযোগের উপর ভিত্তি করেই বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে গতকাল কল্যাণী হাইওয়ের ধরে নৈহাটী এলাকার একটি নামী হোটেলে অতর্কিতে হানা দিয়ে ২২ জন মহিলা, হোটেল ম্যানেজার, মালিক সহ মোট ৭ ব্যক্তিকে দেহব্যবসার অভিযোগকে গ্রেফতার করে । আজই তাদের  বারাকপুর মহকুমা আদালতে তোলে নৈহাটি থানার পুলিশ। জানা গেছে, কল্যাণী হাইওয়ের ধারে গোপনে দেহব্যবসা এবং মধুচক্রের আসর চলে প্রায় সব হোটেলেই l বিভিন্ন মহল থেকে বার বার অভিযোগ উঠলেও প্রশাসন ছিল নির্বিকার l একপ্রকার সংবাদ মাধ্যমের চাপে পড়েই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই হোটেলে হানা দেয়।এরপরে হাতেনাতে ধরা পরে মধু চক্রের পান্ডা সহ বড়সড় র‍্যাকেট।এদের মধ্যে কয়েকজন কলেজ ছাত্রীও রয়েছে বলে পুলিশ জানিয়েছে । এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য হোটেলগুলো রীতিমতো আতঙ্কে l সুরাপ্রেমীদের ভিড়ও কিছুটা পাতলা হয়েছে বলে জানা যাচ্ছে l

No comments