বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ মারুতি ভ্যানের : গুরুতর আহত ৫
সোনালী ব্যানির্জীব : কল্যাণী হাইওয়েতে চাদুয়ার কাছে মারুতি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক বাইক আরোহী ও তার পরিবার l জানা গেছে, উল্লাস নামের একটি 'বার' এর সামনে থেকে হঠাৎ বেরিয়ে আসা মারুতি ভ্যানের সামনে পড়ে বাইক আরোহী তথা রেলকর্মী বিশ্বনাথ মোদক, তার স্ত্রী পাপিয়া মোদক এবং তাদের কন্যা সন্তান বিদিশা মোদক l দ্রত গতিতে ছুটে আসা মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্বনাথবাবুর সদ্য কেনা বুলেটে সজোরে ধাক্কা মারে l স্থানীয় কয়েকজন এবং বিজপুর থানার টহলদারি পুলিশ সংঘর্ষে আহতদের উদ্ধার করে কল্যাণী জহরলাল মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়েছে l পাপিয়া দেবী এবং তাদের কন্যা বিপদমুক্ত হলেও মারুতি চালক এবং বাইক আরোহীর অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে l
No comments